বর্তমানে সবথেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ভিডিও স্ট্রিমিং অ্য়াপ ইউটিউব। প্রতিদিন কয়েক কোটি ব্যবহারকারী নিজেদের পছন্দমতো কন্টেন্ট দেখেন। কিন্তু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় বিজ্ঞাপন। সেকারণে অনেকেই বর্তমানে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করেন। তাতে অবশ্য মোটা টাকা খসাতে হয় ব্যবহারকারীদের। কিন্তু টাকা না খরচ করেও আপনি ৩ মাস ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করতে পারেন। কীভাবে পাবেন সেই সুবিধা? জেনে নিন-
প্রথমে ইউটিউব অ্য়াপটি ওপেন করুন। তারপর প্রোফাইল আইকনে ক্লিক করে Get Youtube Premium অপশনটি বেছে নিতে হবে। এরপর সেখানে একটি নতুন উইন্ডো ওপেন হবে। সেখানে ব্যাঙ্কের যাবতীয় তথ্য দিতে হবে। তারপরেই চালু হবে ফ্রি ৩ মাসের সাবস্ক্রিপশন প্ল্যান। তবে ৩ মাস পর ওই প্ল্যান ক্যনসেল করতে হবে। না হলে ব্যাঙ্ক থেকে সাবস্ক্রিপশনের টাকা কাটা শুরু হয়ে যাবে।