নিত্যযাত্রীদের সবথেকে বড় ভরসা লোকাল ট্রেন। অল্প সময়ে যেমন গন্তব্যে পৌঁছনো যায় তেমন খরচও খুব কম। একই সঙ্গে নির্দিষ্ট সময়ে সময়ে ট্রেন পাওয়া যায়।
লোকাল ট্রেনে চড়তে গেলে টিকিট মাস্ট। এর জন্য হাতে কিছুটা অতিরিক্ত সময় নিয়ে বেরতে হয়। কারণ অধিকাংশ সময়েই বড় বড় স্টেশনগুলিতে লম্বা লাইন থাকে। আপনি কি জানেন মোবাইল ফোনের মাধ্যমেই এই সমস্যা থেকে সমাধান সম্ভব। বিশেষ অ্যাপের মাধ্যমে আপনি যেকোনও লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন।
মোবাইলের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য UTS অ্য়াপ ডাউনলোড করে রাখতে হবে ফোনে। গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করতে পারবেন। এরপর ওই অ্য়াপের মাধ্যমে তৈরি করতে হবে একটি অ্য়াকাউন্ট। নিজের পছন্দমতো একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বেছে তৈরি করুন আপনার প্রোফাইল।
Read More- মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে? খালি রাখার সহজ উপায়
কীভাবে টিকিট কাটবেন-
অ্য়াপটি ওপেন করার পর Book Ticket অপশনে ট্যাপ করুন। জানতে চাওয়া হবে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আপনি ভ্রমণ করবেন। নির্দিষ্ট স্টেশনের নাম দেওয়ার পর পেমেন্ট অপশনে ক্লিক করুন। এবং অনলাইনেই পেমেন্ট সম্পন্ন করুন। কার্ড বা UPI এর মাধ্যমে পে-করতে পারেন। পেমেন্ট সম্পন্ন হলে বুক হবে লোকাল ট্রেনের টিকিট।