হঠাৎ করে ফোনে রিং। রাস্তাঘাটে, কোনও গুরুত্বপূর্ণ কাজে থাকলে তড়িঘড়ি ফোন ধরতে চান অনেকে। কিন্তু ফোন ধরার পর দেখা যায়, কোনও সংস্থার বিজ্ঞাপন বা স্প্যাম কল। এগুলির মধ্যে অধিকাংশই অপ্রয়োজনীয়। সেই অপ্রয়োজনীয় স্প্যাম কল এড়িয়ে যাবেন কী করে। কী করলে ফোনে আসবে না কোনও স্প্যাম কল।
স্প্যামাররা অনেক পদ্ধতিতে আপনার ফোন নম্বর খুঁজে পায়। টেলিমার্কেটাররা বিভিন্ন থার্ড পার্টি ডেটা প্রোভাইডারদের থেকে ফোন নম্বর কেনে। আপনি যদি কোনও অফার দেখে আপনার ফোন নম্বর রেজিস্টার্ড করেন, অথবা কোনও স্পনসার্ড প্রতিযোগিতায় নাম দেন, টেলিমার্কেটারদের কাছে খুব সহজেই আপনার নম্ব পৌঁছে যায়। কোনও ডোনেশন, চ্যারিটির নাম করেও অনেকে আপনার ফোন নম্বর নেয়। সেখান থেকেও ডেটা লিক হয়ে আপনার ফোন নম্বর। তাই কাউকে ফোন নম্বর দেওয়ার আগে ভেবে দেখবেন।
থার্ড পার্টি অনেক অ্যাপ আছে স্প্যাম ফিল্টারিং ফিচার্স দেয়। তবে অ্যানড্রয়েড সিস্টেমে নিজেরই স্প্যাম ফিল্টার আছে। ফোন অ্যাপ খুলতে হবে। সেটিংস থেকে ট্যাপ কলার আইডি ও স্প্যাম অ্যাসিস্টিভ সেকশন খুলতে হবে। ফিল্টার খুলে স্প্যাম কল ব্লক অপশনে টিক দিতে হবে। তা হলেই স্প্যাম কল বন্ধ হয়ে যাবে।
গুগলের স্প্যাম ফিল্টারিংও অনেক ক্ষেত্রে কাজে লাগে। তবে অনেক ক্ষেত্রে তা বেশি মাত্রায় সক্রিয়। অ্যামাজন ডেলিভারি বা কোনও ডেলিভারি কলকেও স্প্যাম বলে ধরে নেওয়া হয়। এক্ষেত্রে আপনার অসুবিধাই হতে পারে।
এছাড়া ট্রু কলার, কল ব্লকার, কলস ব্ল্যাকলিস্ট, কল কন্ট্রোলের মতো একাধিক অ্যাপ রয়েছে। যার মাধ্যমে আপনি কোন কলটি স্প্যাম, কোনটি নয়, তা সহজেই ধরতে পারবেন। স্প্যাম কল হলে, ওই ফোন এড়িয়ে যেতে পারেন।