বর্তমানে জনপ্রিয় পেশাগুলির মধ্যে অন্যতম Vlogging। সমাজের অতি পরিচিত এবং নামী-দামি ব্যক্তিত্ব বিভিন্ন বিষয় নিয়ে ভ্লগ শুরু করছেন। আপনারও ইচ্ছা রয়েছে ভ্ল করার। জানুন কীভাবে ভ্ল শুরু করবেন।
Youtube হোক বা Facebook, প্রতিদিন প্রচুর ভ্লগ আপলোড করেন অনেকে। কিন্তু সবার প্রডাকশন কোয়ালিটি প্রফেশনালদের মতো হয় না। প্রফেশনালদের মতো করতে হলে প্রয়োজন সঠিক ক্যামেরা, এডিটিং ইক্যুইপমেন্ট, অডিও রেকর্ডার সহ একাধিক অত্যাধুনিক গ্যাজেটস। সেগুলি সঠিক ভাবে ব্যবহার করতে পারলেই আপনার তৈরি ভ্লগ হবে একদম প্রফেশনালদের মতোই।
প্রফেশনালদের মতো ভ্লগ বানাতে করতে কোন কোন বিষয় মাথায় রাখবেন?
সঠিক ক্যামেরা- ভ্লগের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হল সঠিক ক্যামেরা। কারণ আপনার ছবির কোয়ালিটি যত ভালো হবে ততই এডিট করতে সুবিধা হবে। এবং দর্শকদের সহজেই নজর কাড়বে।
সঠিক মাইক্রোফোন- ভ্লগের জন্য মাইক্রোফোন অতি গুরুত্বপূর্ণ। কারণ ছবি উঠল খুব সুন্দর অথচ তার কোনও অডিও ধরা গেল না তাহলে পুরো বিষয়টাই নষ্ট হবে। কোনও ভাবেই সেটি ভালো এডিট করে আপলোড করা যাবে না। সেকারণে প্রয়োজন সঠিক মাইক্রোফোন। প্রয়োজনে কোনও মাইক্রোফোন অ্যাপ ডাউনলোড করতে পারেন। অথবা বাজার থেকে কম দামের কোনও মাইক্রোফোন ডিভাইস কিনতে পারেন।
এডিটিং- ভ্লগিংয়ের জন্য এডিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যত এডিটিং ভালো হবে ততই দর্শকদের মনোগ্রাহী হবে। সেকারণে কোনও প্রফেশনাল সফ্টওয়ার দিয়ে এডিট করতে হবে। তার মধ্যে সবথেকে ভালো সফ্টওয়ার অ্য়াডব প্রিমিয়ার প্রো। এটি সবথেকে ভালো এডিটিং সফ্টওয়ার।
এই তিনটি বিষয় মাথায় রাখলেই আপনি সহজেই প্রফেশনালদের মতো ভিডিও তৈরি করতে পারবেন। এবং আপনার ভিডিও ভিউ-বাড়বে রকেটের গতিতে।