অ্যানড্রয়েড বা iOS মোবাইলে গেমিং টেকনোলজি আরও উন্নত করছে মোবাইল সংস্থাগুলি। তার একটাই কারণ, মোবাইল গেমিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধি। তরুণ প্রজন্ম তো বটেই, অনেকেই এই অ্যাকশন গেমে বুঁদ হয়ে থাকেন লক্ষ লক্ষ ব্যবহারকারী। অ্যাকশন গেম খেলতে ভালবাসলে, এই তিনটি গেম মোবাইে ইনস্টল করে নিতে পারেন আপনিও।
গ্যারেনা ফ্রি ফায়ার-কালাহারি
প্লে-স্টোরে এই গেম ৫০০ মিলিয়ন ডাউনলোড হয়েছে। পাব-জির পরে এই গেম জনপ্রিয়তার শীর্ষে। ২০১৭ সালে এই গেম রিলিজ করে। ২০১৯ সালে এটি সবথেকে বেশি ডাউনলোড হওয়া মোবাইল গেম।
কল অফ ডিউটি-ওয়ারজোন ২.০
কল অফ ডিউটি অ্যাকশন ঘরানার অন্য়তম সেরা গেম। পিসি ভার্সনের পর মোবাইল ভার্সনেও এই গেম সমান জনপ্রিয়। এই গেমে একাধিক বিভাগের ম্যাচ, ফ্ল্যাগ, সিঙ্গল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার মোড আছে।
ব্যাটলগ্রাউন্ড মোবাইল
ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া অন্যতম জনপ্রিয় গেম। ভারতে এই গেমের অ্যাক্টিভ ইউজার্সও অনেক। ক্র্যাফটনের এই গেম পাবজি নিষিদ্ধ হওয়ার পরই বেশ জনপ্রিয় হয়। এর গেম প্লে অনেকটাই পাবজির মতো। ক্লাসিক, আরকেড ও এরিনা মোডে একাধিক ম্যাপে খেলা যায় এই গেম।