UPI পেমেন্ট করার জন্য Google Pay-বেস্ট অপশন। কারণ খুচরো বা নগদ টাকা রাখার প্রয়োজন নেই। এবার ব্যবহারকারীদের সুবিধার জন্য নয়া ফিচার চালু করতে চলেছে GPay। সম্প্রতি ফিনটেক ফেস্ট ২০২৪-এ সংস্থার তরফে এই বিষয়ে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি বছরের শেষের দিকে কয়েকটি নতুন ফিচার লঞ্চ করা হবে। তার মধ্যে রয়েছে UPI সার্কেল, UPI ভাউচার, ক্লিক পে QR স্ক্যান, প্রিপেইড ইউটিলিটি পেমেন্টস, ট্যাপ অ্য়ান্ড পে সহ একাধিক ফিচার্স।
ব্যবহারকারীদের সুবিধার জন্য বিভিন্ন ফিচার্স ইতিমধ্যে অ্য়াড করেছে গুগল পে। ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের আরও সুবিধা দিতে এবং অ্য়াপের ইন্টারফেস সহজতর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পেমেন্টস এবং ফিনান্স ইনস্ট্রুমেন্টের সঙ্গে যোগাযোগ আরও সরলীকরণ করা সম্ভব।
সম্প্রতি NCPI-এর তরফে জানানো হয়েছে UPI সার্কেল চালু করা হবে। এই ফিচারের মাধ্যমে যাঁদের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নেই তাঁরাও এবার থেকে UPI ব্যবহার করতে পারবেন। চলতি বছরের শেষের দিকে এই ফিচারটিও Google Pay-অ্য়াপে উপলব্ধ হবে।
অন্যদিকে ২০২১ সালে লঞ্চ করা হয়েছিল UPI ভাউচার বা ই-রুপি। এতদিন পর্যন্ত Gpay-তে এই ফিচারটি উপলব্ধ না থাকলেও এবার থেকে ফিচারটি ব্যবহারের সুবিধা পাবেন Gpay ব্যবহারকারীরা। এর মাধ্যমে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার করতে পারবেন ব্যবহারকারীরা।
ক্লিক-পে QR স্ক্যান পেমেন্ট সিস্টেম চালু করার কথা জানানো হয়েছে Gpay-তে। এর মাধ্যমে বিল পেমেন্টের সময় আলাদা করে QR কোড স্ক্যান করার প্রয়োজন নেই। বিশেষ লিঙ্কের মাধ্যমে তৈরি হওয়া QR কোড নিজে থেকেই স্ক্যান করতে পারবে GPay।