এবার মোবাইল রিচার্জেও দিতে হবে অতিরিক্ত চার্জ। এমনই নিয়ম চালু করতে চলেছে Google Pay। যদিও তাদের তরফে সরাসরি কিছু জানানো হয়নি। সম্প্রতি এক ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশট থেকে বিষয়টি প্রকাশ্যে এসেছে।
টিপস্টার মুকুল শর্মার দেওয়া তথ্য অনুযায়ী, Google Pay-তে ১০০ টাকা পর্যন্ত রিচার্জে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। কিন্তু তার অধিক টাকার রিচার্জে ২টাকা বা ৩টাকা করে অতিরিক্ত খরচ করতে হবে ব্যবহারকারীদের।
ইতিমধ্যে Paytm এবং PhonePe এর মাধ্যমে রিচার্জ করতে হলে অতিরিক্ত টাকা খরচ করতে হয় ব্যবহারকারীদের। এবার থেকে Google Pay এর ক্ষেত্রেও একই নিয়ম চালু হতে চলেছে। এর ফলে মোবাইল ব্যবহারকারীদের আরও বেশি টাকা খরচ করতে হবে।