করোনাকালের পর দেশে ধীরে ধীরে বেড়েছে অনলাইন লেনদেন। একাধিক অ্যাপের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয় দেশজুড়ে। সেই কারণেই এবার আর্থিক লেনদেনকে আরও দ্রুত করার জন্য চালু হল ইউপিআই লাইট।
বৃহস্পতিবার এই অত্যাধুনিক ইউপিআই লাইট চালু করল গুগল পে। এই সিস্টেমের ফলে আর্থিক লেনদেন আরও দ্রুত করা সম্ভব। কম টাকার লেনদেনের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর। এমনকি লেনদেনের জন্য লাগবে না কোনও ইউপিআই পিন।
আরও পড়ুন - শুক্রবার রেকর্ড তৈরি করল বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স, পেরিয়ে গেল ৬৬,০০০-এর অঙ্ক
এই ইউপিআই লাইটের মাধ্যমে ২০০-৩০০ টাকাও পাঠানো যাবে। তবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তবেই ইউপিআই লাইট ব্যবহার করা যাবে।