ম্যাপে বড়সড় আপডেট আনল গুগল। বিশ্বের অন্যতম বড় নেভিগেশন সার্ভিস গুগল ম্যাপ। এই ম্যাপ ব্যবহার করে অনেক সার্ভিস চলে। সম্প্রতি গুগল একটি ব্লগ পোস্টে দাবি করেছে, ম্যাপে একাধিক আপডেট আনা হয়েছে। একটি ফিচার্স আনা হয়েছে, যা টাইম মেশিনের কাজ করবে। আপনার বর্তমান এলাকা ৮০ বছর আগে কেমন দেখতে ছিল, তাও দেখা যাবে গুগল ম্যাপে।
ব্লগ পোস্টে দাবি করা হয়েছে, বার্লিন, লন্ডন, প্যারিস, ওয়ারশ-এর মতো বিখ্যাত শহর ১৯৩০ সালে কেমন ছিল তা দেখা যাবে স্যাটেলাইট ইমেজে। মনে করা হচ্ছে, বিভিন্ন গবেষক ও ইতিহাসবিদ ও অন্য উদ্যোক্তাদের যা খুবই কাজে লাগবে।
এছাড়াও স্ট্রিট ভিউতেও আপডেট এনেছে গুগল ম্যাপস। বিশ্বের ৮০টি দেশে স্ট্রিট ভিউ গুগল ম্যাপে দেখা যাবে। এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশের রাস্তাও এবার ঘরে বসে গুগল ম্যাপে দেখে নেওয়া যাবে। গুগল আর্থের মাধ্যমে স্যাটেলাইট ইমেজে আরও ভাল করে এলাকা সম্পর্ক সব তথ্য দেখাবে গুগল।
এছাড়া এবার হোয়াটসঅ্যাপের মতো গুগল ম্যাপেও শেয়ার করা যাবে লাইভ লোকেশন। বন্ধু, পরিবার বা অন্য়দের লাইভ লোকেশন শেয়ার করা যাবে। পার্কিং লোকেশনও সেভ করে রাখা যাবে। আগের দিন আপনার গাড়ি কোথায় পার্কিং করেছিলেন, গুগল ম্যাপে দেখা যাবে। এবার AI-এর মাধ্যমে নতুন গন্তব্য খোঁজা যাবে গুগল ম্যাপে।