গুগল ইন্ডিয়া (Google India) নিয়ে এল 'ডিজিকবচ' (Google Digikavach)। মোবাইল বা ল্যাপটপে যে কোনও ধরনের আর্থিক প্রতারণা সংক্রান্ত ঝুঁকি এলেই তা ধরে ফেলবে এই ডিজিকবচ। নয়াদিল্লিতে গুগলের অ্যানুয়াল ইন্ডিয়া স্পেসিফিক ইভেন্টে এই ঘোষণা করা হয়েছে।
গুগল জানিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে সিস্টেমে কোনও আর্থিক প্রতারণা সংক্রান্ত কোনও থ্রেট এলেই, সহজে ধরে ফেলতে পারবেন ডিজিকবচ। ওই প্যাটার্ন যাতে দ্রুত সিস্টেমে ছড়িয়ে না পড়ে, তা নিয়ে সতর্ক করবে ডিজিকবচ। ফিনটেক অ্যাসোসিয়েশন ফর কনসিউমার এমপাওয়ারমেন্ট বা FACE-এর সঙ্গে যৌথভাবে এই প্রোগ্রাম আনছে গুগল।
আরও পড়ুন: ফোনের কোনও তথ্য চুরি হবে না! মাথায় রাখুন শুধু ৪টি বিষয়
থ্রেট ডিটেকশনের জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে এই প্রোগ্রাম ডিজাইন করেছে গুগল। প্রতারকদের হাত থেকে বাঁচতে ও দ্রুত সিস্টেমে তা ধরে ফেলতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে গুগল। যাতে সব ধরনের পরিস্থিতিতেই এই প্রোগ্রাম কাজ করে, তার ব্যবস্থাও করে রেখেছে গুগল।