গুগলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স জেমিনাই এবার নতুন ফিচার্স আনল। ইউটিউবে ভিডিয়ো সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে, তা করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই সুবিধা আনল গুগল। অর্থাৎ, ভিডিয়ো সম্পর্কিত যে কোনও তথ্য দিয়ে সাহায্য করবে জেমিনাই। ইউটিউবে কোনও ভিডিয়োর সারসংক্ষেপও বলে দিতে সাহায্য করবে জেমিনাই।
গুগল অ্যাপের আপডেটেড ভার্সনে এই ফিচার্স পাওয়া যাবে। যখন কোনও ব্যবহারকারী AI অ্যাসিস্ট্যান্ট চাইবে, তখন জেমিনাই-এর একটি স্ট্রিপ স্মার্টফোনের স্ক্রিনে চলে আসবে। যা যা প্রশ্ন করতে চান, সবই করতে পারেন। ইউটিউব ভিডিয়ো চালানো থাকলেও সেই ভিডিয়ো সম্পর্কে প্রশ্ন করা যাবে।
যদি একটি প্রশ্নে আপনি সন্তুষ্ট না হন, তা হলে আরও প্রশ্ন করতে পারেন গুগলের জেমিনাইকে। পরবর্তী প্রশ্নগুলি কি-বোর্ডের মাইক্রোফোন বাটন বা কি-বোর্ড বাটনে ক্লিক করে পরবর্তী প্রশ্ন করতে পারবেন।
শুধু ইউটিউব নয়। ভিমিয়ো, ইএসপিএন ছাড়াও গুগল ক্রোমের বিভিন্ন ভিডিয়োতেও এই ফিচার্স ব্যবহার করতে দেবে গুগল। তবে এখন এই ফিচার্স শুধু মাত্র ইউটিউবের ক্ষেত্রেই এনেছে গুগল।