ভারতে অন্যতম পেমেন্ট গেটওয়ে গুগল পে। ব্যবহারকারীদের জন্য এবার নতুন ফিচার্স আনতে চলেছে গুগল। গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৪-এর অনুষ্ঠানে গুগল জানিয়েছে, এবার গুগল পে-এর অ্য়াপে UPI সার্কেল সুবিধা দিচ্ছে। এই UPI সার্কেল কী! কীভাবে ব্যবহার করবেন এই UPI সার্কেল।
গুগল পে-এর নতুন ফিচার্স UPI সার্কল। বিশ্বস্ত বন্ধু,পরিবারের কোনও সদস্যকে টাকা পাঠাতে চাইলে, UPI সার্কেলে অ্যাড করতে পারবেন ব্যবহারকারীরা। যাদের UPI নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন, তাঁদের অ্যাকাউন্ট নম্বর অ্যাড করে এই সার্কলে রাখতে পারেন। তা হলে যে কোনও সময় প্রয়োজনে টাকা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। এই সার্কেলে একসঙ্গে পরিবার বা বন্ধুদের রাখতে পারেন।
আবার গুগল পে-র মাধ্যমে সেকেন্ডারি ইউজারকেও এই সার্কেলে রাখতে পারেন। পরিবার সদস্যকে প্রতি মাসেও টাকা পাঠাতে পারেন। মাসিক কত টাকা পাঠাতে চান, সেই লিমিট সেট করতে পারবেন।
UPI ভাউচার্স
গুগল পে এবার UPI ভাউচার্স আনছে। কোভিডের সময় এই ভাউচার্স শুরু হয়েছিল। এবার গুগল পে নির্দিষ্ট প্রেরককে ভাউচার্স পাঠাতে পারবেন। সরকারি অনুষ্ঠান, কর্পোরেট গিফট, অন্য কোনও ভাউচার হিসেবেও ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।
ক্লিকপে QR
বিল পে-মেন্ট করার জন্য ক্লিক-পে QR আনছে গুগল। NPCI ভারত বিল-পের সঙ্গে টাই-আপ করা হয়েছে। গুগল পে অ্যাপ থেকে ক্লিক-পে QR কোড ব্যবহার করে বিল পেমেন্ট করতে পারবেন