ভারতের ব্যবহারকারীদের জন্য এবার অত্যাধুনিক AI পরিষেবা আনছে গুগল। ভাষা কোনও বাধা হবে না। তাই ২০০টির বেশি ভাষায় তাঁদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনাইকে সাজাচ্ছে গুগল। এমনই জানিয়েছেন, গুগলের এক উচ্চপদস্থ কর্তা।
গুগল ডিপমাইন্ডের একটি অনুষ্ঠানে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডিরেক্টর অভিষেক বাপনা জানিয়েছেন, ভারতের মতো দেশে ভাষা সব সময়ই সমস্যা। ভারতীয় অর্থনীতির উন্নতিতেও ভাষা নিয়ে সমস্যা হয়। তাই গুগলের AI জেমিনাই-এ একাধিক ভাষায় ব্যবহার করা যাবে। তিনি জানিয়েছেন, "অর্থনৈতিক উন্নয়নের জন্য ভাষার গুরুত্ব সব সময়ই অপরিসীম। ব্যাঙ্কিং পরিষেবা হোক, বা চিকিৎসকের সঙ্গে কমিউনিকেশন, ভাষার সমস্যায় অনেক মানুষ অনেক কাজে আটকে যায়।"
এই মুহূর্তে গুগল জেমিনাইতে হিন্দি, বাংলা, গুজরাতি, কন্নড়, মালায়লম, মারাঠি, তামিল ও তেলুগু ভাষা রয়েছে। কিন্তু ভারতের মতো দেশের জন্য এতগুলো ভাষাও যথেষ্ট নয়। তাই AI মডেলকে ঢেলে সাজাতে চাইছে গুগল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের সঙ্গে যৌথভাবে ভাষার উপর কাজ করবে জেমিনাই। প্রাথমিকভাবে ৫৮টি ভাষার ৮০ হাজার জনের ডেটা সংগ্রহ করছে গুগল। দেশের ৮০টি জেলার মানুষ এইসব ভাষায় কথা বলেন। যার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে কোনও প্রশ্ন করে সঠিক উত্তর পেতে পারবেন ব্যবহারকারীরা।