মহালয়ার দিনই উদ্বোধন হয়ে গিয়েছে কলকাতার একাধিক পুজো মণ্ডপ। ফলে সন্ধে হলেই দর্শনার্থীদের ভিড় একাধিক প্যান্ডেলে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন পুজো কমিটির মণ্ডপ ও প্রতিমা দর্শনে ইতিমধ্যে লম্বা লাইন।
পুজো মানেই কলকাতায় প্রবল ভিড়। লাখো মানুষের ভিড়ে ঠাকুর ও প্রতিমা দর্শন করতে প্রাণ একেবারে ওষ্ঠাগত। অনেকেই ভিড় এড়াতে ভোর বা দিনের বেলায় মণ্ডপ দর্শন সেরে নেন। কিন্তু তাতে লাইট ও সাউন্ডের আমেজ পাওয়া যায় না। এই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে Paytm। অনলাইনে কিনে নিন VIP পাস। যার মাধ্যমে কোনও লাইন ছাড়াই কলকাতার ৫০টি দুর্গাপুজো প্যাণ্ডেল দেখা সম্ভব।
Paytm Insider-এর VIP-পাসের সুবিধা
Paytm insider-এ পাওয়া যাচ্ছে VIP পাস। যার মাধ্যমে ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ঠাকুর দেখা সম্ভব। কোনও লাইন দিতে হবে দর্শনার্থীদের। ওই পাসের নাম দেওয়া হয়েছে দুর্গা পুজোর পাসপোর্ট।
কারা এই পাস বিক্রি করছে?
ফোরাম ফর দুর্গোৎসব দর্শনার্থীদের সুবিধার্থে দুর্গা পুজোর পাস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বয়স্ক এবং শিশুদের যাতে দীর্ঘ লাইন দিয়ে প্রতিমা ও মণ্ডপ দেখতে না হয় তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কত টাকা খরচ করতে হবে?
এই পাসের দাম রাখা হয়েছে ৪৯৯ টাকা। এর মাধ্যমে দুজন মণ্ডপে ঢোকার ছাড়পত্র পাবেন। তারজন্য কোনও লাইন দিতে হবে না। ৮ তারিখ থেকে অর্থাৎ
পঞ্চমীর দিন থেকে ১২ তারিখ পর্যন্ত এই পাসের মাধ্যমে প্রতিমা দর্শনের সুবিধা পাওয়া যাবে।
কোন কোন মণ্ডপে এই পাসের মাধ্যমে ঢোকা যাবে?
টালা বারোয়ারি, টালা প্রত্যয়, কুমোরটুলি পার্ক সর্বজনীন, জগৎ মুখার্জি পার্ক, আহিরীটোলা সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, হাতিবাগান নবীন পল্লি, নলিনী সরকার স্ট্রিট, কাশী বোস লেন, চোরবাগান সর্বজনীন, নেতাজি কলোনি লোল্যান্ড সর্বজনীন, তেলেঙ্গাবাগান ইত্যাদি।
কীভাবে ওই পাস কিনবেন?
Paytm insider-এর মাধ্যমে কিনতে পারবেন দুর্গাপুজোর পাসপোর্ট। কিন্তু কীভাবে? জানুন-