পুজোয় নতুন জামা-কাপড় ছেড়ে নতুন স্মার্ট ফোন কিনবেন ভাবছেন? তাহলে এই লোভনীয় অফার একেবারেই হাত ছাড়া করবেন না। ব্র্যান্ড নিউ অ্যান্ড্রয়েড, আইফোন, আইপ্যাড সহ একাধিক গ্যাজেটসে পাবেন আকর্ষণীয় ছাড়।
গুগল পিক্সেল
আইফোনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যে ফোনটি বিপুল জনপ্রিয় সেটি হল গুগল পিক্সেল। গুগল পিক্সেল ৮-এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৫,৯৯৯ টাকা। আর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯৯৯ টাকা। কিন্তু পুজোর আগে এই ফোনের দাম কমে হতে পারে ৪০ হাজার টাকারও কম।
স্যমসঙ গ্যালাক্সি s23
অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে স্যামসঙের এই সিরিজ অত্যন্ত জনপ্রিয়। পুজোর আগে স্যামসঙয়ের গ্যালাক্সি সিরিজের প্রিমিয়াম ফোন এস২৩-এর দাম একধাক্কায় কমতে চলেছে প্রায় ৪০ হাজার টাকারও বেশি। ফলে ৭৯ হাজার ৯৯৯ টাকা বাজার দরের এই ফোন পাওয়া যাবে মাত্র ৩০ হাজারেরও কম দামে।
আইপ্যাড
পুজোর আগে ধামাকা অফার IOS ব্যবহারকারীদের জন্য। মাত্র ১৮ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে iPad 9th Generation। বর্তমানে ২৪,০০০ টাকা দাম রয়েছে এই গ্যাজেটের। কিন্তু পুজোর আগেই এই গ্যাজেটের দাম কমবে প্রায় পাঁচ হাজার টাকা।
আইফোন
আইফোন ১৬ লঞ্চ করেছে। এরমধ্যেই বিপুল দাম কমতে পারে আইফোন ১৫। এই মডেলের ১২৮ জিবি ভ্যারিন্টের বাজার দর ৭৯ হাজার ৬০০ টাকা। কিন্তু পুজোর আগে এই ফোনটিই পাওয়া যাবে মাত্র ৩৫ হাজার ৫০ টাকায়।
শুধু উপরোক্ত ফোনই নয়, Oneplus, Poco, vivo, Nothing, Realme-এর মতো স্মার্টফোন ব্র্যান্ডগুলিও ছাড় মিলবে দুর্দান্ত ছাড়। একই সঙ্গে পুরানো ফোন এক্সচেঞ্জ, এবং বিভিন্ন ক্রেডিট এবং ডেবিট কার্ডেও মিলবে ছাড়। আর এই সুযোগ দিচ্ছে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং অ্যামাজনে।
আসলে, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেস 27 সেপ্টেম্বর থেকে শুরু হবে, অ্যামাজনের গ্রেট ইন্ডিয়া ফেস্টিভ্যাল শুরু হবে তার ঠিক দুই দিন আগে থেকে। আর এই ইভেন্টেই মিলবে এত্ত ছাড়।