সামনেই ভাইফোটা। আর ভাইফোঁটা মানেই উপহার বিনিময়। কিন্তু কর্মসূত্রে অনেকেই বাড়ি থেকে দূরে থাকেন। কিন্তু তা বলে উপহার বিনিময় হবে না এমনটা হয় নাকি? ভাইফোঁটা বলে কথা। ঠিকই। আর তারজন্য হাজির একাধিক ওয়েবসাইট। যারা ভাইফোঁটার উপহার পৌঁছে দেবে প্রিয় ভাই বা বোনের কাছে।
অনেকে উপহার দেওয়ার জন্য ই-কমার্স ওয়েবসাইট যেমন অ্যামাজন বা ফ্লিপকার্টের উপর ভরসা করেন। কিন্তু সেক্ষেত্রে প্রাইস ট্যাগ থাকে। যা উপহার প্রদানের ক্ষেত্রে একদম বেমানান। সেই কারণে বেস্ট কয়েকটি ওয়েবসাইটের তথ্য পাবেন এই প্রতিবেদনে। যার মাধ্যমে সহজেই উপহার পাঠিয়ে দিতে পারেন।
উপহার দেওয়ার জন্য FlowerAura, Winni-র মতো কয়েকটি ওয়েবসাইট রয়েছে। যেগুলির মাধ্যমে খুব সহজেই ভারতের যে কোনও বড় শহরে গিফ্ট পাঠাতে পারবেন। কোন কোন ওয়েবসাইটে গিফ্ট পাঠানো যেতে পারে?
FlowerAura: এটি অত্যন্ত জনপ্রিয় একটি গিফ্ট ডেলিভারি অ্যাপ। ভারতের প্রায় সব বড় শহরে এই সংস্থার গিফ্ট ডেলিভারি করে। শুধু গিফ্ট নয়, কেক, ড্রাই ফ্রুটস, ফুল-এই সংস্থা ডেলিভারি করে। বিভিন্ন ক্যুরিয়ার সংস্থার সঙ্গে সংযুক্তি রয়েছে এই সংস্থার। ফলে ১২ ঘণ্টার মধ্যেই ডেলিভারি কমপ্লিট করতে পারে এই সংস্থাটি।
Winni: গিফ্ট ডেলিভারি সংস্থা হিসেবে এই সংস্থা খুবই জনপ্রিয়। শুধু ডেলিভারি নয়, ভারতের বিভিন্ন শহরে এই সংস্থার আউটলেটও রয়েছে। ফলে বড় শহরের পাশাপাশি বিভিন্ন ছোটো শহরেও ডেলিভারি দিতে পারে সংস্থাটি। সাধারণ গিফ্টের পাশাপাশি বিভিন্ন পার্সোনালাইজড গিফ্টও ডেলিভারি দিতে পারে এই সংস্থাটি। তবে সেক্ষেত্রে তুলনামূলক সময় একটু বেশি লাগে।
FNP: অনেকে হয়তো এই সংস্থার নাম শুনেছেন। এদের বিশেষত হল ২ঘণ্টায় ডেলিভারি। অর্ডার দেওয়ার ২ ঘণ্টার মধ্যে পছন্দের গিফ্ট পৌঁছে যাবে আপনার প্রিয়জনের কাছে। শুধু গিফ্ট নয়, কেক, চকলেট, কম্বো, প্ল্যান্টও ডেলিভার করে এই অনলাইন সংস্থা।
Gift Mantra: কলকাতার গিফ্ট ডেলিভারির জন্য এটি বেস্ট উপায় হতে পারে। প্রিয় ভাই বা বোন যদি কলকাতায় থাকে তাহলে এই সংস্থা প্রিয়জনের কাছে পৌঁছে দেবে আপনার গিফ্ট। গিফ্টের পাশাপাশি পছন্দের খাবার, মিষ্টি, কম্বোও ডেলিভারি করে এই সংস্থা।
Presto: ভাইফোঁটায় ভাই বা বোনকে পার্সোনালাইজড গিফ্ট দেবেন? তাহলে এটাই বেস্ট ওয়েবসাইট। যে কোনও পার্সোনালাইনড ডিজাইন প্রিয়জনকে পাঠাতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে।