গত নভেম্বর মাসে আত্মপ্রকাশের পর সাড়া ফেলে দিয়েছে চ্যাটজিপিটি। সেই সঙ্গে বেড়েছে বিপুল সংখ্যক মানুষের কাজ হারানোর আশঙ্কা। সেই আশঙ্কা আরও বাড়ালেন খোদ স্যাম অল্টম্যান। তিনি ChatGPT-র স্রষ্টা ওপেন এআই সংস্থার সিইও। সরাসরি জানিয়ে দিলেন, আগামীতে আরও অসংখ্য মানুষ কাজ হারাতে চলেছেন চ্যাটজিপিটির জন্য।
অল্টম্যান জানিয়েছেন, অনেকেই মনে করেন চ্যাটজিপিটির সবটুকুই মানুষের জন্য সদর্থক। কিন্তু বিষয়টি একেবারেই তেমন নয়৷ বহু মানুষের চাকরি যাবে এর জন্য৷ অল্টম্যান আরও বলেছেন, চ্যাটজিপিটির চেয়েও শক্তিশালী চ্যাটবটও আসতে চলেছে। ভবিষ্যতে পৃথিবীতে মানুষের পাশাপাশিই বাস করবে এই চ্যাটবটগুলি। সেই পরিস্থিতি মানুষের জন্য খুব সুখকর নাও হতে পারে।
প্রয়াত কিংবদন্তি বিজ্ঞানী স্টিফেন হকিং আশঙ্কা প্রকাশ করেছিলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেই শেষ হতে পারে মানবসভ্যতা। ততখানি না বললেও অল্টম্যানের বক্তব্যেও ঘনিয়ে উঠছে আশঙ্কার মেঘ।