ইতিহাস রচনা করল ভারত। আর তার মূল কান্ডারী ISRO। চাঁদের মাটিতে পৌঁছে গেল চন্দ্রযান ৩। নির্দিষ্ট সময়েই চাঁদে সফট ল্যান্ডিং করল রোভার বিক্রম। ৫টা ৪৪ মিনিট থেকে শুরু হয় ল্যান্ডিং প্রক্রিয়া।
চলতি বছরের ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে চন্দ্রযান ৩। বেলা ২টো ৩৫-এ সফলভাবে উৎক্ষেপন হয়। এরপর কেটেছে এক মাসেরও বেশি সময়। অবশেষে ২৩ অগাস্ট সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান ৩।
চাঁদে নামার আগে ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল চন্দ্রযান ৩। ওই ৩০ কিলোমিটার নামতে ১৯ মিনিট সময় লাগে। কোন বিপত্তি যাতে না ঘটে তারজন্য ধাপে ধাপে গতি ও উচ্চতা কমানো হয়।
এদিকে ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই বিক্রমের ল্যান্ডিং দেখেন তিনি।