গেমের দুনিয়ায় জনপ্রিয়তার নিরিখে অনেক অ্যাপ্লিকেশনই আছে। কিন্তু ক্যান্ডি ক্রাশ যেন সব কিছুর ঊর্ধ্বে। কোনও বয়স, লিঙ্গ, জাতি ভেদাভেদ নেই। ক্যান্ডি জয়ের লোভে ঘণ্টা, দিনের কোনও হিসেব থাকে না। সম্প্রতি ২০ বছর পার করেছে ক্যান্ডি ক্রাশের প্রতিষ্ঠাতা কিং স্টুডিয়ো। জেনে নেওয়া যাক, ক্যান্ডি ক্রাশের কিছু চিট।
একদম নিচ থেকে শুরু করুন খেলা। তা হলেই সাফল্যের সুযোগ সবথেকে বেশি।
যা সাজেস্ট করা হচ্ছে, তা অন্ধের মতো ফলো করবেন না। তা হলেই হার অনিবার্য।
প্রয়োজন ছাড়া একেবারেই গিফ্ট নেবেন না। অনেক গিফট ইনবক্সে পড়ে থাকবে। সব অ্যাকসেপ্ট করার প্রয়োজন নেই।
বুস্টার আছে কিনা, তা দেখে নেওয়া প্রয়োজন। বুস্টার কিছু ম্যাচ শেষ করতে সাহায্য করে আপনাকে।
গেমের সেটিংসে সময় ঠিক করে নেওয়া জরুরি। গেমপ্লে ঠিক থাকবে। অটোমেটিক ডেট অ্যান্ড টাইম আপডেট না রাখলেই ভাল।
নতুন লেভেলের আগে ভাল করে লেভেলটা মেপে নিন। তা হলে কোন পথ থেকে শুরু করলে, তাড়াতাড়ি শেষ হবে, বুঝতে পারবেন।