Amazon Diwali Sale: ১০ হাজারের কম দামে দুর্দান্ত ওয়াশিং মেশিন! দীপাবলিতে আর কী কী পাবেন ডিসকাউন্টে?

Updated : Oct 21, 2024 09:51
|
Editorji News Desk

হাতে আর কয়েকদিন। তারপরেই আলোর উৎসব দীপাবলি। প্রিয়জনকে উপহার দেওয়ার পাশাপাশি নিজের জন্যও অনেকে কেনাকাটি করেন। এর পিছনে একটি বড় কারণও রয়েছে, ইকমার্স প্ল্যাটফর্মগুলি উৎসবের মরশুমে একাধিক অফার দিতে শুরু করে। এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন বিভিন্ন অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে কতটা অফার দিচ্ছে অ্য়ামাজন সহ বিভিন্ন প্ল্যাটফর্মগুলি? 

বাড়ির নিত্যদিনের কাজ সহজ করে দিতে প্রয়োজন একাধিক অ্য়াপ্লায়েন্সেস। মিক্সার গ্রাইন্ডার থেকে এয়ার ফ্রায়ার, AC থেকে রেফ্রিজারেটর। দীপাবলির অফারে এই ধরনের বিভিন্ন অ্য়াপ্লায়েন্সেস পেয়ে যাবেন আকর্ষণীয় ডিলের মাধ্যমে। 

AC-তে অফার-
তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে বছরের ২ থেকে ৩ মাস ছাড়া প্রায় সারা বছরই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করেন অনেক। এই পরিস্থিতিতে গরমের মোকাবিলায় কিনে নিতে ব্র্যান্ড নিউ একটি AC। অ্য়ামাজনের বেস্ট ডিলের মাধ্যমে বিপুল ছাড়ে কিনে নিন পছন্দের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। জেনে নিন কোন প্রডাক্টের কত দাম-

ব্লুস্টার ১.৩টন ৩ স্টার স্প্লিট AC-র দাম ৫৭ হাজার ৫০০ টাকা। কিন্তু দীপাবলি সেলে এই AC-টি পাবেন ৩২ হাজার ৯৯০ টাকায়। 

ক্যারিয়ার-এর ১.৩ টন ৩ স্টার AI ফ্লেক্সিকুল AC-র দাম ৬৭ হাজার ৭৯০টাকা। কিন্তু ডিসকাউন্টে এই ACটি কিনতে পারবেন ৩৪ হাজার ৯৯০ টাকায়। 

ডাইকান ১.৫ টন ৩ স্টার AC -র দাম ৭২ হাজার টাকা থেকে কমিয়ে রাখা হয়েছে ৪৮৯৯৯টাকা। 

এছাড়াও গডরেজ, হিতাচি, LG, লয়েড, প্যানাসোনিক সহ সব ব্র্যান্ডের AC-তেই ছাড় পাবেন ক্রেতারা। 

ওয়াশিং মেসিনে ডিসকাউন্ট-
শুধুই কি AC-তে ডিসকাউন্ট? এমনটা নয়। Amazon Great Indian Festival-এ ওয়াশিং মেশিনও পাবেন বিপুল ডিসকাউন্টে। একাধিক মডেলে ১০ থেকে ১৫ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। Bosch-এর ৮ কেজি ৫ স্টার রেটিংয়ের ওয়াশিং মেসিনের দাম ৫৬ হাজার ৪৯০ টাকা থেকে কমে ৩৩ হাজার ৯০০টাকা রাখা হয়েছে। এবং Bosch-এর 8 কেজি ৫স্টার ফুল অটোমেটিক ওয়াশিং মেসিনের দাম  রাখা হয়েছে ৩৪ হাজার ৯০০টাকা। যার সাধারণ বাজারমূল্য ৫৯,৯০০ টাকা। 

গডরেজ ৭ কেজি ৫ স্টার রেটিংয়ের ফুল অটোমেটিক ফ্রন্ট লোডিং ওয়াশিং মেসিনের দাম রাখা হয়েছে ১৩ হাজার ৪৯০ টাকা। যার বাজার মূল্য ১৯৮৯০টাকা।  

এখানেই শেষ নয়, ১০ হাজার টাকার কমেই মিলবে বাড়ির জন্য প্রয়োজনীয় ওয়াশিং মেসিন। গডরেজ ৭ কেজি ৫ স্টার রেটিংয়ের সেমি অটোমেটিক ওয়াশিং মেসিনের দাম রাখা হয়েছে মাত্র ৯৯৯০টাকা। 

রেফ্রিজারেটরে ডিসকাউন্ট-
বাড়িতে একটি অতিপ্রয়োজনীয় অ্য়াপ্লায়েন্সেস হল রেফ্রিজারেটর। যে কোনও ধরনের তৈরি করা খাবার, সফট ডিঙ্কস, কাঁচা সবজি অনায়াসে কয়েকদিন রাখার জন্য রেফ্রিজারেটর অতি প্রয়োজনীয়। আসন্ন দীপাবলিতে আপনার পুরনো রেফ্রিজারেটর আপগ্রেড করুন নতুন কোনও মডেলে। জেনে নিন কোন কোন মডেলে কী কী অফার রয়েছে? 

গডরেজ ৫৬৪ লিটার ৫ স্টার রেফ্রিজারেটরের দাম ৯০ হাজার টাকা। কিন্তু দীপাবলি অফারে ওই মডেলটি পাবেন মাত্র ৫৬ হাজার ৯৯০ টাকায়। 

২৪০ লিটার হায়ার কনভার্টেবল ডবল ডোর রেফ্রিজারেটরের দাম ৩৪ হাজার ৯৯০ টাকা। ১১ হাজার টাকা ছাড় দিয়ে এই রেফ্রিজারটি কিনতে পারবেন ২৩৪৯০ টাকায়। এছাড়াও LG, IFB, Samsung, Whirlpool-সহ বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটরেও মিলবে ডিসকাউন্ট। 

Amazon Sale

Recommended For You

editorji | প্রযুক্তি

IPL 2025 : লাগবে না হটস্টারের রিচার্জ, কী ভাবে ফ্রি-তে দেখবেন IPL? জেনে নিন এক ক্লিকে

editorji | প্রযুক্তি

Sunita Williams: ৯ মাস মহাকাশে! দৈনিক মাত্র ৩৪৭ টাকা পেলেন সুনীতারা?

editorji | প্রযুক্তি

Gun License : বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জানেন?

editorji | প্রযুক্তি

Hyperloop: ৩০ মিনিটে খড়গপুর থেকে পুরী! Hyperloop এর পরীক্ষা ভারতে

editorji | প্রযুক্তি

Valentines Day 2025: যৌন জীবন আরও আনন্দদায়ক করবেন? ফোনে রাখুন ৫টি অ্যাপ