BSNL Annual Recharge Plan: মোবাইল রিচার্জে অনেক খরচ! বছরে একবার রিচার্জ করলেই সুবিধা BSNL-এর

Updated : Sep 08, 2024 07:00
|
Editorji News Desk

ডুয়াল সিম। অর্থাৎ একই ডিভাইসে দুটো নম্বর। এই প্রযুক্তি আসার পর অনেকেই দুটো করে নম্বর করে ফেলেছেন। কিন্তু টেলিকম সংস্থাগুলো একধাক্কায় অনেকটা দাম বাড়ানোর ফলে মুশকিলে পড়েছেন মধ্যবিত্তরা। একটি সিম চালাতেই মাসে অনেকটা টাকা খরচ। দুটো সিম রাখলে তো কথাই নেই। খরচ দ্বিগুণ। এই সময়ই মধ্যবিত্তদের কাছে ত্রাতা হয়ে এসেছে BSNL। 

সম্প্রতি BSNL সামনে এনেছে বেশ কিছু বার্ষিক প্ল্যান। একবার রিচার্জ করলে সারা বছর মোবাইলের ভ্যালিডিটি নিয়ে আর ভাবতে হবে না। প্রতি মাসের খরচও অনেকটাই কমাতে পারবেন আপনিও। সেই প্ল্যানগুলি কী কী! সবথেকে কম দামি প্ল্যান কত! জেনে নিন বিশদে।

BSNL-এ ৩৬৫ দিনের প্ল্যান

২৯৯৮ টাকার প্ল্যান

৩৬৫ দিন কোনও রিচার্জ করতে হবে না।

এছাড়া রোজ ৩ জিবি করে ডেটা পাবেন ব্যবহারকারীরা। 

প্রতিদিন ১০০টি SMS-ও থাকছে। 

আনলিমিটেড লোকাল ও STD কলও থাকছে এই প্ল্যানে।

১৯৯৯ টাকার প্ল্যান

১৯৯৯ টাকার প্ল্যানে ৬০০ জিবি ডেটা থাকছে

এই প্ল্যানেরও বৈধতা ৩৬৫ দিনের

সঙ্গে থাকছে আনলিমিটেড কল। 

হাই স্পিড ডেটা শেষ হলে ৪০ কেবিপিএস স্পিড থাকবে

প্রতিদিন গ্রাহকরা ১০০ SMS পাঠাতে পারবেন

এছাড়া অন্যান্য সুবিধাও থাকছে

১১৯৮ টাকার প্ল্যান

BSNL-এর বার্ষিক প্ল্যানগুলির মধ্যে সবথেকে স্বস্তার প্ল্যান ১১৯৮ টাকার প্ল্যান। 

এরও বৈধতা ৩৬৫ দিন।

প্রতি মাসে ৩ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা

ডেটা শেষ হওয়ার পর প্রতি MB ২৫ পয়সা করে চার্জ করা হয়।

এই প্ল্যানে ভয়েস কলিংয়ের সুবিধা ৩০০ মিনিট।

প্রতি মাসে ৩০টি SMS পাঠানো যাবে।

১৪৯৮ টাকার প্ল্যান

এই প্ল্যানে গ্রাহকরা মোট ১২০ জিবি ডেটা পাবেন। 

এই প্ল্যানে মোট ৩৬৫ দিনের বৈধতা থাকবে।

এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং থাকবে।

রোজ ১০০টি করে SMS পাঠাতে পারবেন গ্রাহকরা। 

২৯৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে রোজ ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে।

এই প্ল্যানেরও বৈধতা ৩৬৫ দিন।

আনলিমিটেড ভয়েস কলিং থাকছে।

রোজ ১০০টি করে SMS পাঠাতে পারবেন গ্রাহকরা।

হাইস্পিড ডেটা শেষ হলে ৪০ KBPS করে দেবে। 

BSNL

Recommended For You

editorji | প্রযুক্তি

IPL 2025 : লাগবে না হটস্টারের রিচার্জ, কী ভাবে ফ্রি-তে দেখবেন IPL? জেনে নিন এক ক্লিকে

editorji | প্রযুক্তি

Sunita Williams: ৯ মাস মহাকাশে! দৈনিক মাত্র ৩৪৭ টাকা পেলেন সুনীতারা?

editorji | প্রযুক্তি

Gun License : বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জানেন?

editorji | প্রযুক্তি

Hyperloop: ৩০ মিনিটে খড়গপুর থেকে পুরী! Hyperloop এর পরীক্ষা ভারতে

editorji | প্রযুক্তি

Valentines Day 2025: যৌন জীবন আরও আনন্দদায়ক করবেন? ফোনে রাখুন ৫টি অ্যাপ