Best Smartphone Under 10K: ১০ হাজারের নীচে বেস্ট স্মার্টফোন

Updated : Jan 29, 2025 15:03
|
Editorji News Desk

Moto G05-
এই মডেলটিতে রয়েছে 6.67 ইঞ্চির ডিসপ্লে।
রিয়ার ক্যামেরা 50MP-র
Front Camera 8MP-র 
ব্যাটারি ক্যাপাসিটি  5200mAh
ফোনটিতে রয়েছে 64GB-র ইন্টারন্যাল স্টোরেজ। তবে Micro SD কার্ড ব্যবহার করে 1000GB পর্যন্ত এক্সটেন্ড করা সম্ভব। ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। ফলে দ্রুত ফুল চার্জ করা সম্ভব। এই ফোনটির দাম ৬৯৯৯টাকা। এছাড়াও অনলাইনে বিভিন্ন সময় অফারও পেতে পারেন। সেই কারণে ফোনটির দাম অনেকটাই কম হবে। ২০২৫ সালের ৭ জানুয়ারি ফোনটি লঞ্চ হয়। 

ফোনটিতে রয়েছে MediaTek Helio G81 প্রসেসর। 4GB RAM এবং 64GB ইন্টারন্যাল স্টোরেজও থাকছে। ফলে খুব বেশি অ্যাপ বা অন্য ফাইল ডাউনলোড করতে সমস্যা হতে পারে।

------------------------
Redmi 13C 5G
Moto G05 এর সঙ্গে তুলনা করলে এই ফোনটি তুলনায় একটু পুরনো। ২০২৩ সালের ৬ ডিসেম্বর ফোনটি লঞ্চ করে। রয়েছে 6.74 ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও MediaTek Dimensity 6100+ প্রসেসর রয়েছে। ক্যামেরাও যথেষ্ট উন্নত এই মডেলটিতে। সেলফি নেওয়ার জন্য 5MP-র ফ্রন্ট ক্যামেরা থাকছে। এবং 50MP-র রিয়ার ক্যামেরাও থাকছে। মোট 4GB, 6GB এবং 8GB-র তিনটি মডেলে রিলিজ করেছে ফোনটি। 128 এবং 256GB ভ্যারিয়েন্টে ফোনটি কিনতে পারবেন। যাঁরা বাজেট ফোন খুঁজছেন তাঁদের জন্য পারফেক্ট এই ফোনটি। 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফলে সিঙ্গল চার্জে দীর্ঘদিন ধরেই চলবে ফোনটি। দাম ৮৯৯৯ টাকা।

--------------
Tecno Spark 30C 5G
আপনি যদি ১০ হাজার টাকার নীচে ফোনের খোঁজ করেন তাহলে আরও একটি ফোনের হদিশ দিই। রয়েছে 48 মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরা। এবং 8MP-র ফ্রন্ট ক্যামেরা। ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাবেন। ফলে ভিডিয়ো দেখা, ভিডিয়ো রেকর্ডিং বা গেমিংয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তবে এই ফোনটিতে দেওয়া হয়েছে মাত্র 4GB RAM। যার ফলে ফোনটি যে খুব একটা স্মুথ রান করবে এমনটা কিন্তু বলা যায় না। ৫০০০mAh ব্যাটারি সহ মোট দুটি ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ করেছ। যার মধ্যে একটি ৬৪GB-র এবং অন্যটি ১২৮ GB-র। Android 14 OS থাকছে ফোনটিতে। ২০২৪ সালের ৮ অক্টোবর ফোনটি রিলিজ করেছে। 4Gb-64GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 9998 টাকা।
--------------- 
    
১০ হাজার নীচে রয়েছে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন। ৯৯৯৯টাকায় পাবেন Moto G35 5G মডেলটি। ৬.৭২ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে। ফলে এই ফোনটিতেও ভিডিয়ো দেখা বা গেমিংয়ের সুবিধা হবে ব্যবহারকারীদের। ১২৮ GB স্টোরেজের ফোনটি-র দাম ১০ হাজার টাকার নীচে। ফলে যাঁরা বাজেটের ফোন খুঁজছেন তাঁদের জন্য এই ফোনটি বেস্ট অপশন। 4GB Ram রয়েছে এই ফোনটিতে। ১৬MP-র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফলে সেলফি নিতেও সমস্যা হবে না। অন্যদিকে 50MP রিয়ার ক্যামেরাও দেওয়া হয়েছে।

Smartphone

Recommended For You

editorji | প্রযুক্তি

IPL 2025 : লাগবে না হটস্টারের রিচার্জ, কী ভাবে ফ্রি-তে দেখবেন IPL? জেনে নিন এক ক্লিকে

editorji | প্রযুক্তি

Sunita Williams: ৯ মাস মহাকাশে! দৈনিক মাত্র ৩৪৭ টাকা পেলেন সুনীতারা?

editorji | প্রযুক্তি

Gun License : বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জানেন?

editorji | প্রযুক্তি

Hyperloop: ৩০ মিনিটে খড়গপুর থেকে পুরী! Hyperloop এর পরীক্ষা ভারতে

editorji | প্রযুক্তি

Valentines Day 2025: যৌন জীবন আরও আনন্দদায়ক করবেন? ফোনে রাখুন ৫টি অ্যাপ