Mobile under 15k: দাম নাগালের মধ্যে আর চোখ ধাঁধাঁনো পারফরম্যান্স, 15K-এর মধ্যে বেস্ট 5 ফোন কী কী? জানুন

Updated : Oct 15, 2024 07:56
|
Editorji News Desk

পুজো শেষ। পকেটে টান। নতুন পোশাক থেকে বাইরে খাওয়া-খাওয়া সবকিছু করতেই টাকা শেষের পথে। এমন সময়ে একটা ফোন কেনার কথা ভাবছেন? দাম কম আবার পারফরম্যান্সও হবে দুর্দান্ত? এমন ফোন কেনার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আর দেরি কেন? এই প্রতিবেদনে জেনে নিন ৫টি দুর্দান্ত ফোন। যেগুলির দাম ১৫ হাজার টাকারও কম। 

বর্তমানে ফোন কেনার আগে সবাই দেখে স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি, ইন্টারন্যাল স্টোরেজ, ডিসপ্লে ইউনিট এবং লুকস। অক্টোবরের যে বেস্ট ফোনগুলি আপনি কিনতে পারেন সেগুলি জেনে নিন একনজরে-

CMF Phone 1
এটাই CMF-এর প্রথম স্মার্টফোন। ফাস্ট পারফরম্যান্সের জন্য ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট। যার ফলে যে কোনও টাস্ক প্রসেস হবে অতি দ্রুত। হ্যাং হওয়ার সম্ভাবনাও কমবে। ২৫৬ GB ইন্টারন্যাল স্টোরেজ দেওয়া হয়েছে। এরসঙ্গে 2TB মাইক্রো SD স্লট থাকছে। ফলে ডেটা সংরক্ষণে কোনও সমস্যা থাকবে না। 

Infinix Note 40 Pro-
108 মেগা পিক্সেলের এই ফোনটি যখন লঞ্চ করা হয়েছিল তখন দাম ছিল ২১ হাজার ৯৯৯ টাকা। বর্তমানে কত দাম তা জানার আগে জেনে নিন ফোনটিতে কী কী ফিচার দেওয়া হয়েছে। 6.78ইঞ্চি ফুল HD কার্ভড AMOLED ডিসপ্লে থাকছে। এছাড়াও দেওয়া হয়েছে 120 Hz রিফ্রেস রেট, মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 চিপসেট। সেলফি নেওয়ার জন্য থাকছে 32MP ক্যামেরা, 5000mAh ব্য়াটারি। এই ফোনটির বর্তমানে দাম ১৪৯৯৯ টাকা।

Poco X6 Neo:
বাজেটের মধ্যে বেস্ট মোবাইল ফোন Poco X6 Neo। দাম মাত্র ১২৯৯৯টাকা। দাম কম হলেও অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা এই স্মার্টফোনটি। ৬.৬৭ ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকছে ফোনটিতে। তারসঙ্গে দেওয়া হয়েছে 120Hz রিফ্রেস রেট। MediaTek Dimensity 6080 চিপসেট রয়েছে ফোনে। 128GB ইন্টারন্যাল স্টোরেজ দেওয়া হয়েছে। তবে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো সম্ভব। 

Realme Narzo 70 Turbo
বাজেটের মধ্য়েই, কিন্তু ফিচারে ঠাসা এই ফোনটি। ফোনে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে। এছাড়াও 120Hz রিফ্রেস রেট এবং 2000 নিটস অফ পিক ব্রাইটনেস।  MediaTek Dimensity 7300 প্রসেসর থাকছে ফোনটিতে। আর দাম? ১৪ হাজার ৯৯৮ টাকা দাম রাখা হয়েছে ফোনটিতে। 

iQOO Z9
ফোনে রয়েছে MediaTek Dimensity 7200 অক্টাকোর প্রসেসর। এছাড়াও 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকছে। যার রিফ্রেস রেট 120Hz। ফোনে দেওয়া হয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা। সেলফির জন্য দেওয়া হয়েছে 16MP ক্যামেরা। 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। দাম রাখা হয়েছে ১৫০০০টাকা।

Smartphone 15k

Recommended For You

editorji | প্রযুক্তি

IPL 2025 : লাগবে না হটস্টারের রিচার্জ, কী ভাবে ফ্রি-তে দেখবেন IPL? জেনে নিন এক ক্লিকে

editorji | প্রযুক্তি

Sunita Williams: ৯ মাস মহাকাশে! দৈনিক মাত্র ৩৪৭ টাকা পেলেন সুনীতারা?

editorji | প্রযুক্তি

Gun License : বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জানেন?

editorji | প্রযুক্তি

Hyperloop: ৩০ মিনিটে খড়গপুর থেকে পুরী! Hyperloop এর পরীক্ষা ভারতে

editorji | প্রযুক্তি

Valentines Day 2025: যৌন জীবন আরও আনন্দদায়ক করবেন? ফোনে রাখুন ৫টি অ্যাপ