৮ থেকে ৮০, মোবাইল গেম এখন বেশ জনপ্রিয়। ট্রেনে, বাসে করে কোথাও যাত্রা করার সময় অথবা অবসর সময় কাটানোর জন্য অনেকেই পছন্দের গেম খেলতে পছন্দ করেন।
বাজারে একাধিক গেম থাকলেও সেগুলি খেলার জন্য প্রয়োজন ইন্টারনেট। সেক্ষেত্রে ফোনে ইন্টারনেট পরিষেবা না থাকলে সেই সব গেমগুলি খেলা সম্ভব নয়। কিন্তু প্লে স্টোরে এমন কয়েকটি গেম রয়েছে যেগুলি খেলতে ইন্টারনেট প্রয়োজন নেই। শুধু ডাউনলোড করে রাখতে হবে ফোনে। তাহলেই ইন্টারনেট ছাড়াই যে কোনও সময় খেলতে পারবেন অ্য়াকশন থেকে রেসিং গেম।
Into The Dead 2: যাঁরা একটু অ্য়াকশন গেম খেলতে পছন্দ করেন তাঁদের জন্য এই গেমটি আদর্শ হতে পারে। ইন্টারনেট ছাড়াই এই গেমটি খেলতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখলেই হবে।
Quizoid: যাঁরা একটু কুইজ পছন্দ করেন তাঁদের জন্য এই অ্য়াপটি ফোনে রাখতে পারেন। পছন্দের বিষয়ে কুইজ খেলতেই পারেন। সেক্ষেত্রেও ইন্টারনেটের প্রয়োজন নেই।
Smash Hit: অনেকেরই শ্যুট গেম পছন্দের তালিকায় থাকে। সেক্ষেত্রে এই গেমটি ফোনে রাখুন। ইন্টারনেট ছাড়াই খেলার সুবিধা রয়েছে।
Read More- গুরুত্বপূর্ণ ল্যাপটপ ভীষণ স্লো? ফাস্ট করার ৪ স্মার্ট উপায় জানুন
Traffic Rider: রেসিং গেম পছন্দ করে না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। বাজারে এখন একাধিক গেম প্রকাশ হলেও রেসিং গেম অনেকের পছন্দ। ইন্টারনেট ছাড়াই রেসিং গেম খেলতে হলে ফোনে রাখুন ট্রাফিক রাইডার।