যত দিন যাচ্ছে ততই সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বাড়ছে মোবাইল ব্যবহারকারীদের। অন্যের কন্টেন্ট দেখার পাশাপাশি নিজেদের কন্টেন্ট আপলোড করারও হিড়িক বাড়ছে।
ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, ভিডিও কন্টেন্টের চাহিদা দিন দিন বাড়ছে। লং ভিডিও অথবা রিলস ভাইরাল হলেই কেল্লাফতে। লাখ লাখ টাকা উপায় সম্ভব। কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক ভিডিও তুলে তা এডিট করা। নিজেদের ফোন ব্যবহার করে অনেকে ছবি তুললেও এডিটিং সঠিকভাবে করতে পারেন না। খুব সহজে ভিডিও এডিটিংয়ের জন্য তিনটি অ্য়াপ রয়েছে। যেগুলির মাধ্যমে যে কোনও ভিডিও প্রফেশনালদের মতো এডিট করতে পারবেন-
কাইনমাস্টার (KineMaster)- গুগল প্লে স্টোরে এই অ্য়াপটি পাবেন। একাধিক প্রফেশনাল টুলস রয়েছে এই অ্য়াপে। যে কোনও ফর্মাটে ভিডিও এডিট সম্ভব।
ভিএন (VN)- সবথেকে বেশি ব্যবহৃত এই ভিডিও এডিটিং অ্য়াপটি আপনার ফোনে রাখতেই পারেন। এই অ্য়াপের সুবিধা হল পেইড সাবক্রিপশন না নিলেও লোগো ছাড়াই এক্সপোর্ট করতে পারবেন।
ইনশট (Inshot)-এই অ্য়াপটিও ব্যাপক হারে ব্যবহার করেন মোবাইল ব্যবহারকারীরা। অন্য অ্য়াপগুলির থেকে তুলনামূলক সহজ এই অ্য়াপটি।