নিজের হোক বা প্রিয়জন ছবি তুলতে কে না পছন্দ করে। অন্যদিকে যাঁদের বেড়ানো নেশা তাঁরা তো একাধিক জায়গার ছবি তোলেন। কিন্তু ছবি তুললেই তো আর হবে না। সেই ছবি দেখতেও সুন্দর হওয়া দরকার। ছবির মধ্যে আলো এবং প্রতিটি রং সঠিকভাবে ফুটে উঠলে তবেই সেই ছবি আকর্ষণীয় হয়ে ওঠে।
ছবি তোলার নেশা অনেকের থাকলেও এডিটিং-এর বিষয়ে অনেকেই হাত পাকাতে পারেননি। ফলে ছবির মধ্যে আলো এবং রঙের সমস্যা দেখা যায়। তিনটি এমন অ্য়াপ আছে যার মাধ্যমে যেকোনও ছবি খুব সহজেই এডিট করতে পারবেন।
অ্য়াডব লাইটরুম (Adobe Lightroom)- গ্রাফিক্স ডিজাইনের জন্য যেমন অ্য়াডব ফটোশপ বিখ্যাত তেমন ছবি এডিটিংয়ের জন্য লাইটরুমের ব্যবহার সবথেকে বেশি। গুগল প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করতে পারেন অ্য়াপটি।
স্ন্যাপসিড (Snapseed)- অত্যন্ত জনপ্রিয় এই অ্য়াপ। এবং ব্যবহার করতেও খুব সহজ। অ্য়ান্ডরয়েড ফোনে ইনবিল্ড থাকে অ্য়াপটি। তবে যাঁরা অ্য়াপল ব্যবহার করছেন তাঁরা অ্য়াপ স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।
Read More- মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে? খালি রাখার সহজ উপায়
গুগল ফোটোজ (Google Photos): অনেক অ্য়ান্ডরয়েড ব্যবহারকারী ছবি এডিটের জন্য থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করলেও গুগল ফোটোজের মাধ্যমেও ছবি এডিটিং সম্ভব। এবং সেখানে রয়েছে বেশ কিছু ফিল্টার। যেগুলি যেকোনও ছবিতে অ্য়াপ্লাই করতে পারেন।