প্রি হ্যালোইন ইভেন্টে নতুন দুটি ম্যাকবুক প্রো (Macbook Pro) লঞ্চ করল অ্য়াপল (Apple)। 14 ইঞ্চি এবং 16 ইঞ্চি ভ্যরিয়েন্টে দুটি ম্যাকবুক লঞ্চ করেছে এই সংস্থাটি। লিকুইড রেটিনা XDR ড্রাইভ রয়েছে ওই দুটি ডিভাইসে। সংস্থার তরফে জানানো হয়েছে নতুন এই ল্যাপটপটি বিগত সমস্ত ল্যাপটপেরর থেকে অনেক বেশি দ্রুত পারফর্ম করবে।
ওই দুটি ভ্যারিয়েন্টে রয়েছে 1600 নিটস পিক ব্রাইটনেস, ইমপ্রেসিভ কনট্রাস্ট রেশিও, ভিভিড কালার এবং ওয়াইড অ্য়াঙ্গেল ভিউ। নতুন দুটি মডেলই ইকো ফ্রেন্ডলি ডিভাইস দিয়ে তৈরি করা হয়েছে। যার ফলে 100 শতাংশ রিসাইক্যাল করা সম্ভব।
Read More- ভিডিয়ো থেকে স্ক্রিনশট কীভাবে নেবেন, নিজেই অপশন দিয়েছে ইউটিউব, জেনে নিন বিশদে
প্যাকেজিংয়ের ক্ষেত্রেও উড ফাইবার ব্যবহার করা হয়েছে। নতুন মডেলটি তৈরি করতে শীসা সহ অন্য় কোনও রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি।
ম্যাকবুকের দুটি ভ্যারিয়েন্টেই M3 সিলিকন। যার ফলে ফাইনাল কাট প্রো ব্যবহারকারীদের রেন্ডারিংয়ে খুবই সুবিধা হবে। কারণ নতুন দুটি ভ্যারিয়েন্টেই 7.4 গুন দ্রুত পারফর্ম করবে ওই এডিটিং সফ্টওয়ারটি।
১৪ ইঞ্চি ম্যাকবুক প্রোর দাম সুরু হচ্ছে ১ লাখ ৬৯ হাজার টাকা থেকে। এবং ১৪ ইঞ্চি মডেলের দাম শুরু হচ্ছে ১ লাখ ৯৯ হাজার টাকা। ইতিমধ্যে ভারতেও ওই দুটি মডেল বিক্রি শুরু হয়েছে।