কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই নিয়ে শোরগোল চলছে। এর মধ্যেই এক দম্পতির বিয়ে দিল চ্যাটজিপিটি। পালন করল পুরোহিতের ভূমিকা। ঘটনাটি ঘটেছে সুদূর মার্কিন মুলুকে।
আদতে কী ঘটেছে?
সম্প্রতি ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি ফাদারের ভূমিকা পালন করে পাত্র এবং পাত্রীর চারহাত এক করেছে। কনের বাবা স্টিফেন উইয়েঙ্ক জানিয়েছেন, শুরুতে চ্যাটজিপিটি একেবারেই পুরোহিতের ভূমিকা পালন করতে না চাইলেও শেষপর্যন্ত সে রাজি হয়েছে।
আরও পড়ুন - আইটি রিটার্ন ফাইলের শেষ তারিখ ৩১ জুলাই, তারপর আদৌ রিটার্ন ফাইল করা যায়?
আর এই সিদ্ধান্তে বেজায় খুশি কনের বাবা। কারণ চ্যাটজিপিটির দরুন রীতিমতো কম খরচে বিয়ে দেওয়া সম্ভব হয়েছে। চ্যাটজিপিটির মাধ্যমেই অনুষ্ঠানের আমন্ত্রণ