Death App: কোনদিন ঘনিয়ে আসবে মৃত্যু? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ

Updated : Dec 05, 2024 16:58
|
Editorji News Desk

কথাতেই বলে জন্ম, মৃত্যু, বিবাহ কবে হবে কেউ জানাতে পারে না। কিন্তু সেই ধারণা এবার হয়তো ভুল প্রমাণিত হতে চলেছে। কারণ এবার থেকে মৃত্যুদিনও জানা সম্ভব। সৌজন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা। 

ব্রেন্ট ফ্রানসন চলতি বছরের একটি অ্যাপের উপর কাজকর্ম শুরু করেন। দীর্ঘ গবেষণা চালানোর পর Death Clock-নামে একটি অ্যাপ বাজারে লঞ্চ করেন তিনি। জুলাই মাসে ওই অ্যাপটি লঞ্চ করা হয়। ব্যক্তিগত বিভিন্ন ডেটা অ্যানালিসিস করার পর সম্ভাব্য একটি মৃত্যু দিন জানাতে সক্ষম ওই AI দ্বারা পরিচালিত ওই অ্যাপটি। 

কীভাবে তৈরি করা হয়েছে অ্যাপটি?
 এবিষয়ে নিজেই জানিয়েছেন ডেভেলপার ব্রেন্ট ফ্রানসন। তাঁর বক্তব্য, ১২০০টির-ও বেশি বিভিন্ন তথ্য দিয়ে একটি ডেটাসেট তৈরি করা হয়েছিল। ওই ডেটাসেট দিয়েই  Death Clock অ্যাপটিকে ট্রেনিং দেওয়া হয়েছে। যেখানে অংশগ্রহণ করেছিলেন ৫৩ মিলিয়ন মানুষ।

ডাউনলোড-
সম্প্রতি অতি পরিচিতি লাভ করেছে অ্যাপটি। সেন্সর টাওয়ার নামে একটি সংস্থা তাদের একটি রিপোর্টে প্রকাশ করেছে, ইতিমধ্যে সারা বিশ্বব্যাপী ১ লাখ ২৫ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে। 

কীভাবে অ্যানালিসিস করে? 
বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, যে পদ্ধতিতে ডেটা ক্যালকুলেট করে মৃত্যুর নির্দিষ্ট দিন জানান দিচ্ছে অ্যাপটি তা অনেকটাই সঠিক। তবে মৃত্যুর দিন জানার আগে একাধিক তথ্য জানাতে হবে অ্যাপে। তবেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মৃত্যুর দিন জানাতে সক্ষম হবে সেটি। বয়স, বাসস্থান, BMI রেট, সেক্স, ধূমপানের অভ্যাস, খাদ্যাভাস, শরীরচর্চার পরিমাণ সহ একাধিক তথ্য জানাতে হবে ওই অ্যাপে। এরপরই, ওই তথ্যগুলি নিয়ে অ্যানালিসিস শুরু করবে অ্যাপের মধ্যে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা। এবং তারপর মৃত্যুর সম্ভাব্য দিন জানা যাবে। 

তবে এরসঙ্গে আয়ু বৃদ্ধির জন্যও বেশ কয়েকটি পথ অবলম্বন করারও পরামর্শ দেয় অ্যাপটি। তারমধ্যে যেমন রয়েছে নিয়মিত শরীরচর্চা, সুষম আহার গ্রহণ, ওজন নিয়ন্ত্রণে রাখা, সঠিক মাত্রায় ঘুম তেমনই রয়েছে দুশ্চিন্তা না করা, সামাজিকভাবে মেলামেশা বৃদ্ধির মতো বিষয়গুলি। 

শুধু Death Clock নয়,এর আগেও একাধিক অ্যাপ রয়েছে Google Play Store এবং App store-এ। তবে বিশেষজ্ঞদের দাবি, সেই অ্যাপগুলি মৃত্যুর দিন যতটা না নিখুঁতভাবে হিসেব করে এই অ্যাপটি তুলনামূলক ভালো সম্ভাব্য দিন জানাতে সক্ষম। 

Play Store এবং App Store-এ ইতিমধ্যে Death Clock-অ্যাপটি ডাউনলোড করা সম্ভব। 

Artificial Intelligence

Recommended For You

IPL 2025 : লাগবে না হটস্টারের রিচার্জ, কী ভাবে ফ্রি-তে দেখবেন IPL? জেনে নিন এক ক্লিকে
editorji | প্রযুক্তি

IPL 2025 : লাগবে না হটস্টারের রিচার্জ, কী ভাবে ফ্রি-তে দেখবেন IPL? জেনে নিন এক ক্লিকে

editorji | প্রযুক্তি

Sunita Williams: ৯ মাস মহাকাশে! দৈনিক মাত্র ৩৪৭ টাকা পেলেন সুনীতারা?

editorji | প্রযুক্তি

Gun License : বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জানেন?

editorji | প্রযুক্তি

Hyperloop: ৩০ মিনিটে খড়গপুর থেকে পুরী! Hyperloop এর পরীক্ষা ভারতে

editorji | প্রযুক্তি

Valentines Day 2025: যৌন জীবন আরও আনন্দদায়ক করবেন? ফোনে রাখুন ৫টি অ্যাপ