নকল মুখ বসিয়ে ভিডিয়ো ভাইরাল। 'ডিপফেক' প্রযুক্তি নিয়ে উদ্বেগে খোদ প্রধানমন্ত্রী ও একাধিক তারকারা। এবার সাইবার হ্যাকার্সদের নয়া অস্ত্র ক্লিয়ারফেক। এটি একটি ম্যালওয়ার। যার মাধ্যমে, ফেক ব্রাউজার তৈরি করে, আপনাকে বিভ্রান্ত করে দিতে পারে প্রতারকরা। পাশাপাশি, ফাঁকা হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্যও।
কী এই ক্লিয়ার ফেক
ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদেরই প্রাথমিকভাবে টার্গেট করছে সাইবার প্রতারণাকারীরা। বিশেষজ্ঞদের মতে, অ্যাটোমিক ম্যাক ওএস স্টিলার বা অ্য়ামোস নামে একটি ম্যালওয়্যার দিয়ে আক্রমণ করা হচ্ছে। এই ম্যালওয়ার ক্রেডিট কার্ডের তথ্য, ক্রিপটো ওয়ালেট, ফাইল, সব তথ্য চুরি করে নিতে পারে। ফেক ব্রাউজার তৈরি করে এই কাজ করে অ্য়ামোস। একেই বলা হচ্ছে ক্লিয়ার ফেক।
কীভাবে সতর্ক থাকবেন
অজানা কোনও ব্রাউজার থেকে কিছু ডাউনলোড করবহেন না। ম্যাক সিস্টেমের ডিফল্ট ব্রাউজার সাফারির মাধ্যমেই সব কাজ করুন। আর নিয়ম মতো তা আপডেট করুন। গুগল ক্রোম ব্যবহার করলে, তাও সময় মতো আপডেট করে নিন।