সফল চন্দ্রযান ৩ অভিযান। এরপর শনিবার ফের আরও একটা নতুন অভিযান শুরু করতে চলেছে ISRO। আজ সকাল ১১টা ৫০ মিনিটে লঞ্চ করা হবে আদিত্য L1 মিশন। সূর্যের দিকে ধেয়ে যাবে অত্যাধুনিক প্রযুক্তির ওই রকেট।
চন্দ্রযান ৩-এর সাফল্য পেতেই সৌর অভিযানের দিকে নজর দেন ISRO-র বিজ্ঞানীরা। জানা গিয়েছে PSLV রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে আদিত্যকে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে সেটি।
জানা গিয়েছে, বেঙ্গালুরুর ইউ আর রাও সেন্টারে ওই রকেটটি তৈরি করা হয়েছে। সূর্যের তাপমাত্রা সহ একাধিক বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করবে সেটি। তবে তার আগে বেশ কয়েকবার পৃথিবীকে প্রদক্ষিণ করবে।
Read More- কাউন্টডাউন শুরু শ্রীহরিকোটায়, সৌর অভিযানের প্রস্তুতি সম্পন্ন ISRO-র
ইসরোর তরফে জানানো হয়েছে সূর্যে পৌঁছতে প্রায় চার মাস সময় লাগবে আদিত্য L1-এর। সফলভাবে সূর্যে পৌঁছতে পারলে সেখান থেকে একাধিক তথ্য হাতে আসবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।