তৃতীয়বার এসি মিলানে ফিরলেন জ্লাটান ইব্রাহিমোভিচ। তবে এবার ফুটবলার নন. ক্রীড়া ও ব্যবসায়িক কাজের সিনিয়ার অ্যাডভাইসার হিসেবে মিলানে এলেন তিনি। সোমবার এমনই জানিয়েছে রেডবার্ড ক্যাপিটাল পার্টনার। মনে করা হচ্ছে, ইব্রা ফেরায় ক্লাবের উন্নতি হবে, খেলার মানও বাড়বে ইতালির প্রাচীন ক্লাবের।
এসি মিলনের ফরোয়ার্ড ছিলেন ফুটবলার জালাটান ইব্রাহিমোভিচ। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জমানাতেই ইব্রা আলাদা করে চিনিয়েছিলেন নিজেকে। কিন্তু চোটের জেরে চলতি বছরের জুনে মাত্র ৪১ বছর বয়সেই নিজের বুট তুলে রেখেছিলেন সুইডেনের এই তারকা ফুটবলার।
আরও পড়ুন - সমর্থকদের 'অভব্যতা', বায়ার্ন কে জরিমানা উয়েফার, আরও বড় শাস্তির হুমকি