ইসলামবিদ্বেষী ইনস্টাগ্রাম পোস্টের অভিযোগ উঠল সদ্যসমাপ্ত আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলা পেসার যশ দয়ালের বিরুদ্ধে। এই পেসার ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে একটি স্টোরি শেয়ার করেছিলেন। যা শেয়ার করার খানিকক্ষণের মধ্যে ভক্তদের সমবেত তোপের সামনে পড়ে পোস্টটি মুছে দেন তিনি। তারপরই সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তিনি বলেন, ভুলবশত ওই স্টোরিটি পোস্ট হয়ে গিয়েছিল।
একটি নোট শেয়ার করেন তিনি। তাতে লেখেন- "দয়া করে ঘৃণা ও বিদ্বেষ ছড়াবেন না। আমার এই সমাজের সমস্ত জাতি ও ধর্মের মানুষের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে'।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত আইপিএলে এই যশ দয়ালের একটি ওভারেই পরপর পাঁচটি ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু সিং। .