প্রয়াত WWE খ্যাত কুস্তিগীর ব্ৰে ওয়াট। মাত্র ৩৬ বছর বয়সেই চিরঘুমে এই কুস্তিগীর। এই দুঃসংবাদ টুইটারে জানান, ‘ট্রিপল এইচ’। খবর প্রকাশ্যে আসা মাত্রই শোকের ছায়া কুস্তি জগতে।
ব্ৰে-এর পরিবারকে সমবেদনা জানিয়ে টুইটারে লেখেন, “কিছু ক্ষণ আগে ডব্লিউডব্লিউই-র হল ফেম মাইক রোটুন্ডা ফোন করে জানাল যে, ব্ৰে ওয়াট আর নেই , তাঁর পরিবারকে সমবেদনা ‘
রেসলিং জগতে ‘দ্য ফিন্ড’ নামেও পরিচিত ছিলেন তিনি। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই কুস্তিগীর। তাঁর বাবা এবং দাদুর পর তিনিও কুস্তিকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তিন বার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হয়েছিলেন ওয়াট। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।