জিতে ঘরে ফিরেছেন বাংলার মেয়ে সাইকা ইশাক। প্রথম বছরের 'উইম্যান্স প্রিমিয়ার লিগের' (WPL) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়েই বল হাতে ২২ গজে নেমেছিলেন পার্কাসার্কাসের সাইকা। অনেকদিন পর সোমবার কলকাতা ফিরেছেন সাইকা। আনন্দবাজার অনলাইনকে, নিজের অভিজ্ঞতার কথা জানান সাইকা।
জানান, বাড়ি ফিরে বেজায় খুশি তিনি। সকলের চোখে মুখে আনন্দ দেখে তাঁর ভাল খেলার ইচ্ছেটা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে৷ ছোট থেকেই পাড়ার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলার অভ্যেস ছিল তাঁর। কিন্তু সেই খেলাই যে তাঁর মুকুটে পালক জুড়বে এই টেরটা প্রথম পেয়েছিলেন সাইকার 'পাপা'। বাবাই তাঁকে ভর্তি করে দিয়েছিলেন ক্রিকেট অ্যাকাডেমিতে৷ নিলামে তাঁকে ১০ লাখে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই সম্পূর্ণ টাকাই মায়ের হাতে তুলে দিয়েছেন সাইকা। এখন বড় উড়ানের স্বপ্ন দেখছেন সাইকা।