মেয়েদের আইপিএলে নতুন সিদ্ধান্ত। ম্যাচ চলাকালীন আম্পায়ারের দেওয়া ওয়াইড এবং নো বলের সিদ্ধান্তেও রিভিউ চাওয়া যাবে। এই প্রথম বার কোনও ম্যাচে এমন নিয়ম চালু করা হল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এই নয়া নিয়ম সম্পর্কে বলা হয়, এই নিয়ম আনা হয়েছে যাতে মহিলা আইপিএলে কোনও ভুল সিদ্ধান্ত না নেওয়া হয় যার জেরে ম্যাচের ফল পাল্টে যাবে।
আরও পড়ুন - গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস মুম্বইয়ের, নয়া রেকর্ড হরমনপ্রীতদের
শনিবারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাত এবং মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাতের ইনিংসে ১৩তম ওভারের শেষ বলটি লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যায়। মুম্বইয়ের ব্যাটার মণিকা পটেল পুল করতে গিয়ে ব্যর্থ হন।
বলটি ওয়াইড দেন আম্পায়ার। কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করে মুম্বই। আর এই নয়া নিয়মে রিভিউ চাইলে তাতেই দেখা যায় বল গ্লাভসে লেগেছে। রানটি পায় না গুজরাত।