বিশ্বকাপ শুরুর আগে শহরে শহরে চলছে ওয়ার্ল্ড কাপ ট্রফির পরিক্রমা । কলকাতা, হায়দরাবাদের মতো শহরগুলি স্বচক্ষে প্রত্যক্ষ করেছে বিশ্বকাপের ট্রফি । এবার সুযোগ এল হিমাচল প্রদেশের কাছে । বুধবার বিশ্বকাপের ট্রফি ঘুরল হিমাচল প্রদেশের রাস্তায় । অভ্যর্থনা জানালেন রাজ্যবাসী ।
এদিন, হিমাচল প্রদেশের ধর্মশালায় প্রদর্শিত হল ওয়ার্ল্ড কাপ ট্রফি । ব্যান্ড পার্টিতে স্বাগত জানালেন শহরবাসী । হাতে জাতীয় পতাকা নিয়ে অভ্যর্থনা ছাত্র-ছাত্রীদের । একইসঙ্গে ট্রফির সামনে দাঁড়িয়ে ছবিও তুললেন অনেকে
২৭ জুন ওয়ার্ল্ড কাপ ট্রফি ভারত থেকে বিদেশে যাত্রা শুরু করেছিল । ৪ সেপ্টেম্বর দেশে ফিরে আসে । তারপর থেকেই শুরু হয়েছে দেশের বিভিন্ন শহরে ট্রফি ট্যুর । উল্লেখ্য, ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ । চলবে ১৯ নভেম্বর পর্যন্ত ।