সেমিফাইনাল থেকে শুরু হয়েছে পিচ নিয়ে বিতর্ক। ফাইনালের আগেও চর্চার কেন্দ্রে বাইশ গজ। ফাইনালের পিচ নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও।
রোহিত জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে যে পিচে খেলেছিলেন সেই পিচের তুলনায় এই পিচে ঘাস খানিকটা বেশি আছে। পাকিস্তান ম্যাচের ম্যাচের পিচ দেখে আরও শুকনো লাগছিল। এই পিচে খানিকটা প্রাণ আছে।
রোহিত স্বীকার করেছেন যে এই পিচ তুলনায় মন্থর। কিন্তু তাতে খেলা অসম্ভব মোটেই নয়। ভারত অধিনায়কের কথায়, "পিচ অনুযায়ী পরিকল্পনা করব। তার পরে নিজেদের সেরা খেলাটা খেলার চেষ্টা করব।"
সেমিফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ বদলে দেওয়ার অভিযোগ উঠেছিল ভারতের বিরুদ্ধে। তবে আইসিসি জানিয়েছিল বিসিসিআই বেআইনি কিছুই করেনি।