২০১১-এর পর এক যুগ কেটে গিয়েছে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকেছে টিম ইন্ডিয়ার। আজ দেশের মাটিতে এক ধাপ দূরেই সেই স্বপ্ন। গোটা বিশ্বকাপ সফরে এক এক করে সবগুলো সিঁড়ি পেরিয়ে আজ শেষ ধাপে ভারত। ২২ গজের মহারণে টিম ইন্ডিয়ার জয়ের লক্ষ্যে গোটা দেশজুড়েই চলছে পুজো-প্রার্থনা।
ক্রিকেট যে দেশে একটা আবেগের নাম, সে দেশে এমনটাতো হবেই। বিশ্বকাপ ফাইনালের সকাল থেকেই দেশের নানা প্রান্তে চলছে পুজো। প্রার্থনা একটাই কাপ আসুক রোহিত ব্রিগেডের হাতে।
২২ গজের মহারণে বিজয়ীর মুকুট উঠুক ভারতের মাথায়। কোথাও ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে যজ্ঞ। কোথাও আবার সকাল সকাল পুজো সেরে চলছে প্রসাদ বিতরণ।