তৃতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে ভারতীয় দল৷ টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া। বিরাট কোহলি, রেহিত শর্মা, মহম্মদ শামিরা মাঠে নামার আগেই গোটা দুনিয়ার মন জয় করে নিল ভারতীয় বায়ুসেনা৷ দুর্দান্ত এয়ার শো মাতিয়ে দিল দেড় লাখি গ্যালারিকে৷ ইন্টারনেট এবং টেলিভিশনের মাধ্যমে এই শো সরাসরি দেখলেন বিশ্বের কোটি কোটি মানুষ৷
নিচে সবুজ গালিচার মতো মাঠ। উপরে সুনীল আকাশের বুক চিরে উড়ে যাচ্ছে সারি সারি যুদ্ধবিমান। ভারতীয় সেনা শৌর্যের প্রতীক। গোটা বিশ্ব দেখল, কেবল ক্রিকেট নয়, মাঠের বাইরেও ভারতের জবাব নেই।
মোট ৯টি ভারতীয় যুদ্ধবিমান যে এয়ার শো প্রদর্শন করক, তার নাম 'টুইস্ট অ্যান্ড টকিং টু দ্য স্কাই'। পারফর্ম করল বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোবেটিক টিম। সব মিলিয়ে ফাইনাল শুরুর আগে চাক দে ইন্ডিয়া।