২০ বছর আগে ২০০৩ সালের ২৩ মার্চ৷ হৃৎস্পন্দন প্রায় থমকে যাওয়ার জোগাড় ১০০ কোটি ভারতবাসীর। বিশ্বকাপ ফাইনালে ৩৬০ রানের পাহাড়প্রমাণ টার্গেট তাড়া করতে গিয়ে শুরুতেই বিপর্যয়। গ্লেন ম্যাকগ্রার বলে আউট হলেন সচিন তেন্ডুলকর। ভারতীয় ইনিংসের পঞ্চম বলে৷ মাত্র ৪ রান করে সেদিন ফিরে গিয়েছিলেন শচীন৷ দুর্দান্ত অস্ট্রেলিয়ার সামনে কার্যত আত্মসমর্পণ করেছিল ভারত। বীরেন্দ্র শেহবাগ বাদ আর কেউই লড়তে পারেননি।
বিশ সাল বাদ আবারও একটা বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া। এবারও ইনিংসের শুরুতেই ধাক্কা। ৭ বলে ৪ রান করে মিচেল স্টার্কের বলে আউট হলেন শুভমন গিল। নন স্ট্রাইকার এন্ডে থাকা অধিনায়ক রোহিত শর্মা রীতিমতো রাগী চোখে তাকালেন তরুণ তুর্কির দিকে। হতাশায় মাথা ঝাঁকাতে ঝাঁকাতে প্যাভিলিয়নে ফিরে গেলেন শুভমন, যাঁর সঙ্গে শচীনের মেয়ে সারার প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা রয়েছে।
শুভমন দুর্দান্ত প্রতিভা। অনেক বিশেষজ্ঞর মতে, তিনি একদিন বিরাট কোহলির উত্তরসূরী হওয়ার ক্ষমতা রাখেন৷ কিন্তু তিনি এখনও মহাতারকা নন। তাঁর উপরে টিম ইন্ডিয়া ভরসা করে ঠিকই, কিন্তু ২০০৩ সালের সচিনের সঙ্গে তুলনাই হয় না। তবুও শুভমনের আউটে বুক কেঁপে উঠেছে ক্রিকেটপ্রেমীদের। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে তো ডরাবেই।