এক অভিনব পদক্ষেপ করতে চলেছে বিসিসিআই (BCCI)। এবার থেকে বাইশ গজ পরিচালনা করবেন মহিলারা। এবার রঞ্জি ট্রফির (Ranji Trophy) মতো দেশের এক নম্বর টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে দেখা যাবে মেয়েদের। মহিলা ক্রিকেটারদের সমবেতন কার্যকর করার পর এটি আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।
আগামী সপ্তাহেই অর্থাৎ ১৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডে (second round) আম্পায়ারিং করবেন বৃন্দা রাঠি, জননী নারায়ণন এবং গায়েত্রী ভেনুগোপাল। যদিও কোন ম্যাচে তাঁদের দেখা যাবে সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
আরও পড়ুন- বিশ্বকাপের ফাইনালে দীপিকা পাডুকোন, ট্রফি উন্মোচন করতে পারেন অভিনেত্রী
সম্প্রতি বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের মধ্যে বেতন বৈষম্য দূর করা হবে। পুরুষ ক্রিকেটারদের সমান বেতন পাবেন মহিলা ক্রিকেটাররাও। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই পদক্ষেপের পর আরও এক যুগান্তরকারী পদক্ষেপে বাইশ গজে লিঙ্গ বৈষম্য দূর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।