এক বছর বন্ধ থাকার পর মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট চ্যালেঞ্জ (Women's T-20 challenge) আবার ফিরে আসছে। আইপিএল ২০২২ (IPL 2022)-এই ফিরে আসছে মহিলাদের এই আকর্ষণীয় প্রতিযোগিতাটি। জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
স্পোর্টস্টারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘২০২২ সালের আইপিএলের (IPL 2022) প্লে-অফের (Play off) সময়েই চলতি বছরের মে মাসে হবে মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’।
আরও পড়ুন: সৌরভ জানালেন, মহারাষ্ট্রে হবে আইপিএলের গ্রুপ লিগের সব ম্যাচ
ভবিষ্যতে মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতাও (Women's T-20 challenge) যে পুরুষদের প্রতিযোগিতাটির মতোই আকর্যণীয় হয়ে উঠবে, সেই ব্যাপারেও আশাবদী সৌরভ (Sourav Ganguly)।
প্রসঙ্গত, ২০২১ সালে ভারতীয় মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে থাকায় মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আয়োজিত হয়নি।