২২ গজে ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান । তবে, এবার দুই দেশ মুখোমুখি হতে চলেছে মেয়েদের ক্রিকেটে । মঙ্গলবারই মেয়েদের এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে । ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ । আর প্রথম ম্যাচেই মুখোমুখি ভারত ও পাকিস্তান ।
এশিয়া কাপ ১৯ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে । অংশগ্রহণ করছে আটটি দল । দু'টি পর্বে ভাগ করা হয়েছে দলগুলিকে । ভারতের পর্বে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং নেপাল । ভারতের প্রথম ম্যাচই রয়েছে পাকিস্তানের সঙ্গে । বাকি দু'টি ম্যাচ অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহি এবং নেপালের বিরুদ্ধে ভারত খেলবে যথাক্রমে ২১ জুলাই ও ২৩ জুলাই ।
এশিয়া কাপের দ্বিতীয় পর্বে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, তাইল্যান্ড ও মালয়েশিয়া । সেমিফাইনাল ২৬ জুলাই । ফাইনার ২৮ জুলাই । উল্লেখ্য, এশিয়া কাপে সাত বার ট্রফি জিতেছে ভারত । সেক্ষেত্রে এবারও হরমনপ্রীত কৌরদের থেকে জয়ের আশাই করছে দেশবাসী ।