এশিয়া কাপের প্রথম ম্যাচেই জয় ভারতের । স্মৃতি মন্ধানা, শেফালি বর্মাদের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল পাকিস্তান । প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান করেছিল ১০৮ রান । ৫ ওভার বাকি থাকতেই সেই রান তুলে নেন ভারতীয় ব্যাটাররা । দীপ্তি, রেণুকাদের বলের ঘূর্ণিতে ধরাশায়ী পাকিস্তান ।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক নিদা দার । ভারতীয় বোলাদের দাপটে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট পড়ে পাকিস্তানের । ব্যর্থ সেদেশের দুই ওপেনার । এরপর সিদরা আমিন দলকে কিছুটা এগিয়ে নিয়ে যায় । তবে, উইকেট পতনের ধারাবাহিকতা বজায় ছিল । একের পর এক উইকেচ হারাতে শুরু করে পাক ক্রিকেট দল । শেষ পর্যন্ত দশটি উইকেট খুঁইয়ে ১৯.২ ওভারে পাকিস্তানের স্কোর ১০৮ রান ।
১০৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে ভারত । স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মার জুটি ৯.৩ ওভারে ৮৫ রান তুলে জয় কার্যত নিশ্চিত করে ফেলেন ভারতের মেয়েরা । ভারতের প্রথম উইকেট পড়ে ওই একই ওভারে । আউট হন স্মৃতি মন্ধনা । ভাল খেলেও শেষপর্যন্ত হাফ সেঞ্চুরি অধরাই থেকে যায় । মন্ধানা করেন ৩১ বলে ৪৫ রান । অন্যদিকে শেফালি ২৯ বলে ৪০ রান করে আউট হন । মাত্র ১৪ রান করে সাজঘরে ফেরেন হেমলতা । ম্যাচ শেষ করেন হরমনপ্রীত কৌর ও জেমিমা জুটি । ৭ উইকেটে জেতে ভারত ।