বৃষ্টিতে পণ্ড হয়ে গেল রবিবারের আইপিএল ফাইনাল৷ কিন্তু গ্যালারিতে এক দর্শকের হাতে আক্রান্ত হল পুলিশ। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়ায়।
চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ তখন বৃষ্টির জন্য বন্ধ রয়েছে। গ্যালারিতে অপেক্ষা করছেন দর্শকরা৷ হঠাৎই এক পুলিশকর্মীর উপর চড়াও হন এক মহিলা দর্শক। একজন পুলিশকর্মীকে ধাক্কা মারেন তিনি৷ পুলিশকর্মীটি কোনও প্রতিবাদ করেননি। তিনি ওই জায়গা থেকে চলে যাচ্ছিলেন৷ তখন আবারও তাঁকে ধাক্কা দেন ওই মহিলা। এবার পড়ে যান ওই পুলিশকর্মী৷ কোনও দর্শকও তাঁকে সাহায্য করেননি। নিজেই উঠে অন্যত্র চলে যান তিনি।
কেন ওই মহিলা পুলিশের উপর চড়াও হলেন তা জানা যায়নিৃ একজন দর্শকই ঘটনাটির ভিডিও করে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওর সত্যতা এডিটরজি বাংলা যাচাই করেনি।
রবিবার রাত ১১টা অবধি অপেক্ষা করেও আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ শুরু করা যায়নি৷ সোমবার হবে আইপিএলের বহু প্রতীক্ষিত ফাইনাল৷