বৃহস্পতিবার ঘরের মাঠে প্রায় চার বছর পর খেলতে নামবেন কলকাতার নাইটরা (KKR)। স্বভাবতই উত্তেজনায় ফুটছে গোটা তিলোত্তমা। বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন RCB তারকা বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু কলকাতার ম্যাচ মানেই ইডেনের গ্যালারিতে দেখা যায় বাদশাকে। অনুরাগীরা চাতকের মতো অপেক্ষায় রয়েছেন ঘরের মাঠে বলি বাদশাকে একটিবার দেখার জন্য। কিন্তু KKR এর অন্যতম কর্ণধার কি আসছেন ?
IPL 2023 Jason Roy: শাকিবের বদলে জেসন, কবে থেকে নাইটদের হয়ে মাঠে নামবেন এই ইংরেজ ওপেনার ?
জানা গিয়েছে , শাহরুখের ইডেনে আসা নিয়ে এখনও কোনও খবর নিশ্চিত নয়। সূত্রের খবর, এই মুহূর্তে একটি ছবির শ্যুটিং-এ ব্যস্ত রয়েছেন বলি বাদশা। সুযোগ পেলে তিনি নাকি বৃহস্পতিবার আসবেন। তবে বাদশাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকছে ইডেন। তবে শাহরুখ না এলেও ইডেনে উপস্থিত থাকবেন জুহি চাওলা। সেকথা ইতিমধ্যেই জানানো হয়েছে কেকেআর এর তরফে।