ক্রিকেটে ভারত-পাকিস্তানের মধ্যে আজকাল সম্পরক বড়ই মধুর। ২২ গজের ভেতরে-বাইরে সেই সৌভাত্রিত্বের ছবি ধরা পড়ে প্রায়ই। এবার পাক অধিনায়ক বাবর আজমের জন্মদিনে 'দামি' উপহার দিলেন সুনীল গাভাস্কার।
নিজের সই করা একটি টুপি বাবরকে উপহার দিলেন সানি। দুই প্রজন্মের দু'দেশের দুই তারকাকে দেখা গেল একেবারে আড্ডার ছলে, কথা বলতে। তবে শুধু আড্ডা তো নয়। বিশ্বকাপের আগে গাভাস্কারের কাছ থেকে টিপসও পেল পাক দল।
Deepika Padukone: মেকআপ ছাড়া বিশ্বের সুন্দরীদের তালিকা! প্রথম দশে একমাত্র ভারতীয় দীপিকা পাড়ুকোন
হালকা মেজাজেই সুনীলকে শোনা গেল বাবর আজমদের কিছু পরামর্শ দিতে।