বিশ্বকাপের মাঝেই তিব্বতী ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করলেন গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড ক্রিকেট টিমের সদস্যরা।
ভারতের কাছে পরাজয়ের পর বিশ্বকাপে নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আগামী ২৮ অক্টোবর৷ সেই ম্যাচ খেলতে ইতিমধ্যেই হিমাচল প্রদেশের ধর্মশালায় পৌঁছে গিয়েছেন ব্ল্যাক ক্যাপসরা। মঙ্গলবার তাঁরা উপস্থিত হন ম্যাকলয়েডগঞ্জে৷ দেখা করেন দলাই লামার সঙ্গে।
Sindur Khela: 'আসছে বছর আবার হবে'...দশমীর সকাল থেকেই জেলায় জেলায় ছোট-বড় পুজোয় চলছে সিঁদুর খেলা
দলাই লামা আপাতত হিমাচল প্রদেশে বিশ্রাম নিচ্ছেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আগামী নভেম্বর এবং ডিসেম্বরে তাঁর সিকিম এবং কর্ণাটক সফরের কথা ছিল। চিকিৎসকদের পরামর্শে তা বাতিল করা হয়েছে।
তিব্বতের প্রবাসী সরকারের হেড কোয়ার্টার হল ম্যাকলয়েডগঞ্জ। বিপুল সংখ্যক তিব্বতীর উপস্থিতির জন্য একে লিটল লাসা বা ধাসা বলা হয়। সেখানে গিয়েই বৌদ্ধ ধর্মগুরুর সঙ্গে দেখা করলেন কিউয়ি ক্রিকেটাররা।