ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Ipl) নতুন স্পনসর হতে চলেছে টাটা গ্রুপ (Tata Group)। সংবাদ সংস্থা পিটিআই-কে (Pti) এমনটাই জানিয়েছেন আইপিএল-এর চেয়ারম্যান ব্রিজেশ পটেল (Brijesh Patel)। তিনি বলেন, ‘‘এই বছর চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর বদলে আইপিএল-এর স্পনসর হতে চলেছে টাটা গ্রুপ।’’
ভারতে চিনের পণ্য নিয়ে বিরোধিতা শুরু হতে ২০২০ সালে আইপিএল-এর স্পনসর (Sponsor) থেকে সরে যায় ভিভো (Vivo)। যদিও পরের বছরই ফেরত আসে চিনের এই মোবাইল প্রস্তুতকারী সংস্থা। তবে ২০২২ সালে তাদের বদলে টাটা গ্রুপ আইপিএল-এর স্পনসর হতে চলেছে বলে জানান ব্রিজেশ।
দুই বছরের জন্য টাটার সঙ্গে চুক্তি হতে চলেছে আইপিএল-এর। তবে কত টাকার বিনিময় সেই চুক্তি হবে তা এখনও জানা যায়নি। ২০২৩ সালের পর ফের আইপিএল-এর স্পনসর পাল্টে যেতে পারে।
এদিকে, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএল-এর নিলাম হবে। নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজি লখনউ ও আমদাবাদকে দু’ সপ্তাহের মধ্যে জানাতে হবে, তারা নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে নিচ্ছে।
আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল বলেন, দু’টি নতুন দলকেই আইপিএল-এ খেলার জন্য সরকারি ভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। যেহেতু তারা এ বারই প্রথম আইপিএল-এ খেলবে, তাই তাদের নিলামের আগে ক্রিকেটার বাছার সুযোগ দেওয়া হচ্ছে। সেই তালিকা আগামী দু’ সপ্তাহের মধ্যে তাদের জানাতে হবে।